নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের পাশে বাঁধের ধারে

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮



গাঁয়ের পাশে বাঁধের ধারে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পাশে বাঁধের ধারে,
সাদাবক উড়ে সারে সারে।
বাঁধের পাড়ে ছাগল চরে,
মাছরাঙা এসে মাছ ধরে।

পূরব গগনে অরুণ হাসে,
বাঁধের জলে মরাল ভাসে।
পানকৌড়ি রোজ আসে যায়,
ডুব দিয়ে গুগলি ধরে খায়।

রাঙা মাটির পথের পরে,
সরানে লাল ধূলো ওড়ে।
পথের দুধারে তাল গাছ,
বাবুই বাসায় করে নাচ।

পথ চলে দূর নদীর ঘাটে,
চাষ করে চাষী মাঠে মাঠে।
নদীঘাটে মাঝি খেয়া বায়,
ঘরে ফেরে সাঁঝের বেলায়।

লাল মাটির পথের বাঁকে,
আসে বধূরা কলসী কাঁখে।
বধূরা মাথায় ঘোমটা দিয়ে,
নদী থেকে যায় জল নিয়ে।

সূর্যি ডোবে দিবসের শেষে,
লাল পাহাড়ের চূড়া ঘেঁষে।
গাঁয়ে নামে সাঁঝের আঁধার,
এই গা আমার মাটি আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.