নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমবাগানের উপর দিয়ে

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮



আমবাগানের উপর দিয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমবাগানের উপর দিয়ে
অরুণ সূর্য হাসে ঐ,
ভোরের হাওয়ায় বনে বনে
ফলের গন্ধ ভাসে ঐ।

ফুলের বনে ফুল ফুটেছে
প্রভাত পাখি গায়,
দুটি কাকে কা কা ডাকে
বাড়ির বারান্দায়।

ময়না চড়ুই বেড়ায় উড়ে
বাড়ির আঙিনাতে,
রাখাল গরুপাল নিয়ে যায়
বাঁশের বাঁশি হাতে।

বেড়ার ধারে আমগাছটায়
ধরেছে কত আম,
খেজুরগাছে ধরেছে খেজুর
জামগাছেতে জাম।

নয়ন দিঘির শীতল জলে
ফোটে সোনার কমল,
মাঠে মাঠে লাঙল চালায়
গাঁয়ের কিষাণ দল।

অজয় নদীর ঘাটের কাছে
গাছের শীতল ছায়ায়,
গাঁয়ের বাউল মধুর সুরে
একতারাটি বাজায়।

মহুল বনে মহুল তলায়
বাঁশের বাঁশি বাজে,
বনের ধারে সারে সারে
সাঁওতালিরা নাচে।

দিনের শেষে বেলা ডোবে
সূর্য অস্তাচলে যায়,
লুকায় তপন বনের ধারে
আঁধার নামে গাঁয়

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩

শূন্যনীড় বলেছেন: সুন্দর লিখেছেন, মুগ্ধতা রইল কবিতায় ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.