নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

দুপুর গড়িয়ে বিকেল হলে

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৪




দুপুর গড়িয়ে বিকেল হলে
লক্ষ্মণ ভাণ্ডারী

দুপুর গড়িয়ে বিকেল হলে পড়ে আসে বেলা,
ঘোষ পাড়ার সবুজ মাঠে চলে হা-ডু-ডু খেলা।
কেহবা খেলে কানামাছি গাঁয়ের সবুজ ডাঙায়,
কেহবা খেলে চু-কিত-কিত রাঙাপথের ধুলায়।

রাঙা-মেঘ ভেসে বেড়ায় সুনীল আকাশের গায়,
মাঠের পারে দিগন্তের শেষে অরুণ-সূর্য লুকায়।
গরুর পাল নিয়ে রাখালভাই ফেরে আপন বাড়ি,
মাঠের থেকে চাষীর দল আসে ঘরে তাড়াতাড়ি।

জ্বলে উঠে দীপ সাঁঝের বেলা মন্দিরে ঘন্টা বাজে,
ঢাকের শব্দে মেতে ওঠে পাড়া নিত্য সকালসাঁঝে।
সাঁঝ-আকাশে তারা ফোটে চাঁদের আলোক ঝরে,
জোছনার রাশি খেলা করে শুধু অজয়ের বালুচরে।

নির্জনঘাটে রাত্রি নামে নদী আপনবেগে বয়ে চলে,
ফুলের বনে কলিরা ফোটে রাত কেটে ভোর হলে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন ছন্দময় কবিতা।

২| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুবই সুন্দর কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.