নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণে বাদল ধারা

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪



শ্রাবণে বাদল ধারা
লক্ষ্মণ ভাণ্ডারী

শ্রাবণে বাদল ধারা ঝরে অবিরাম,
প্লাবনের জলে ভাসে ওপারের গ্রাম।
উথাল পাথাল নদী প্রবল জোয়ার,
গগনেতে ঘন কালো মেঘ চারিধার।

বরষার জল মাখি মেতে ওঠে ধরা,
পথেঘাটে বহে জল খেত জলে ভরা।
বিদ্যুত ঝলসি ওঠে আকাশের গায়,
মেঘেরা হুঙ্কার ছাড়ে ঘন বরষায়।

পথঘাট কাদাজলে হয়েছে পিছল,
নদীবাঁধ গেছে ভেঙে গাঁয়ে ঢোকে জল।
শ্রাবণেতে ভরা গাঙ বহিছে প্লাবন,
বরষার দিনে আজি পুলকিত মন।

এপারেতে বৃষ্টি নামে মুষল ধারায়,
একূল ওকূল নদী দুকূল ভাসায়।
শ্রাবণে বাদল ধারা অবিরত ঝরে,
খালবিল নদীনালা সব জলে ভরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.