নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাটিতে ভালবাসা

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩০




গাঁয়ের মাটিতে ভালবাসা
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে ভালবাসা,
লুকিয়ে আছে লক্ষ আশা।
গাঁয়ের টানে মাটির টানে,
ফিরে আসি যেন এ গ্রামে।

গাঁয়ে ফলে সোনার ফসল,
গাছে গাছে ধরে ফুলফল।
সবুজ মাটিতে সোনা ফলে,
মরাল ভাসে দিঘির জলে।

গাঁয়ে সবার মাটির বাড়ি,
তাল খেজুর সারি সারি।
থাকে সবাই মাটির ঘরে,
সুখ শান্তি বিরাজ করে।

রাখাল বসে বাজায় বাঁশি,
এ গাঁকে আমি ভালবাসি।
প্রভাতে শুনি পাখির গান,
শুনি কোকিলের কুহুতান।

শানবাঁধানো পুকুরঘাটে,
বালকেরা সাঁতার কাটে।
গাঁয়ের বধূ কলসী কাঁখে,
রাঙাপথে দাঁড়িয়ে থাকে।

গাঁয়ের মাঝি খেয়া বায়,
গান গেয়ে নৌকা চালায়।
দিনের শেষে সাঁঝবেলায়,
আসে ফেরে আপন গাঁয়।

গাঁ আমার, মাটি আমার,
যেন ফিরে আসি আবার।
গাঁয়ের মাটিকে ভালবেসে,
থাকতে পারি মিলেমিশে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: অনেক সুন্দর কবিতা লিখেছেন

২| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.