নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ে আছে ছোটদিঘি

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮



গাঁয়ে আছে ছোটদিঘি
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোটদিঘি কালো তার জল,
গাছে গাছে পাখি সব করে কোলাহল।
পাড়েতে আমের গাছে কোকিলের গান,
টিয়া এসে শিস দেয় মেতে ওঠে প্রাণ।

দিঘিঘাটে জল নিতে বধূ সব আসে,
দুই ধারে ধানখেত রাঙা পথ পাশে।
রাঙাপথে লালধূলো গোরুগাড়ি চলে,
শালিকের ঝাঁক এসে উড়ে দলেদলে।

দিঘি জল সোনা রোদে করে চক চক,
পাড়ে বসে মাছ খায় সাদা এক বক।
বেলা পড়ে আসে যেই শানবাঁধা ঘাটে,
পড়ন্ত বিকেলে রোজ সূর্য বসে পাটে।

সাঁঝের আঁধার নামে পদ্ম দিঘি ঘাটে,
চাঁদ উঠে তারা ফুটে নিশি রাত কাটে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: গায়ের কবিতা, দীঘির কবিতা।সেই সময় আর মনে করতে চাই না :(

২| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২১

ভ্রমরের ডানা বলেছেন:

লিরিকাল কবিতায় ভাল লাগা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.