নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের মাঝখানে আটচালা

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১




গাঁয়ের মাঝখানে আটচালা
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাঝখানে আটচালা,
সেথা বসে রোজ পাঠশালা।
গুরু-মশাই বসেন চেয়ারে,
ছাত্রেরা বসে তাঁর চারিধারে।

পথের ধারে চায়ের দোকান,
বেঞ্চি পাতা থাকে দু-চারখান।
সবাই থাকে বসে সারে সারে,
চা খায় সকলে মাটির ভাঁড়ে।

এ মাটিতে ফলে সবুজ সোনা,
ধানের মরাই যায় না গোনা।
চাষীরা সবাই মাঠে করে চাষ,
সুখেই থাকে ওরা বারোমাস।

গাঁয়ের কুমোর কলসি গড়ে,
থাকে সবে ওরা মাটির ঘরে।
গাঁয়ের কামার কামারশালায়,
সারাটা দিন হাতুড়ি চালায়।

গাঁয়ের তাঁতি বোনে ধূতিশাড়ি,
গাড়োয়ান চালায় গোরুর গাড়ি।
গাঁয়ের জেলে রোজ ধরে মাছ,
গাঁয়ে আছে তাল সুপারি গাছ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪০

প্রাইমারি স্কুল বলেছেন: এ মাটিতে ফলে সবুজ সোনা,
ধানের মরাই যায় না গোনা
সুন্দর করে ফুটিয়ে তুলছেন ।

২| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০

লক্ষণ ভান্ডারী বলেছেন: হৃদয়ছোঁয়া মন্তব্যে অভিভূত ।
প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা নিরন্তর ও সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.