নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাছের ছায়ায় গাঁয়ে আছে

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯




গাঁয়ের পথে লোক চলে, চলে গোরুর গাড়ি,
গাছের ছায়ায় গাঁয়ে আছে ছোট মাটির বাড়ি।
বাড়ির উঠোনে পাখিরা সব আসে দলে দলে,
গোটা গ্রাম জেগে ওঠে পাখিদের কোলাহলে।

গাঁয়ের সীমানায় অজয় নদী দিন রাত বয়ে চলে,
মাল-বোঝাই কাঠের নৌকা ভাসে অজয়ের জলে।
খেয়া ঘাটে রোজ সকালে যাত্রীরা সকলে আসে,
নদীর দুইকূলে কাশের বনে সোনালী সূর্য হাসে।

সবুজ মাঠে সোনা ধানের উপছে পড়েছে হাসি,
গাছের ছায়ায় গাঁয়ের রাখাল বাজায় বসে বাঁশি।
পূজার শেষে সাদা মেঘেরা পাড়ি দেয়ে দূরদেশে,
জমায় আসর ধানের খেতে বন-শালিকেরা এসে।

দিনের শেষে সূর্য লুকায়, অজয় নদীর কিনারায়,
আঁধার নামে আমার গ্রামে বাজে সাঁঝের সানাই।


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: বেশ সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.