নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমাদের ছোট গাঁয়ে

২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩




আমাদের ছোট গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের ছোট গাঁয়ে সবুজ গাছের ছায়ে
ছোট ছোট মাটির কুটির,
উঠোনে ঘাসের পরে বিন্দু বিন্দু পড়ে ঝরে
মুক্তা সম নিশির শিশির।

গাঁয়ে ছোট ছোট ঘর দূরে অজয়ের চর
পাশে শাল পিয়ালের বন,
মাদলের ওঠে তান শাখে পাখি গাহে গান
কলতানে হরষিত মন।

গাঁয়ের পথের ধারে তাল পকুরের পাড়ে
তালগাছ আছে সারি সারি,
দুধারে ধানের খেতে সমীরণ ওঠে মেতে
হাঁক ছাড়ি চলে গোরু গাড়ি।

সবুজ ডাঙার পরে গোরু ও বাছুর চরে
রাখাল বাজায় বসে বাঁশি,
নীল আকাশের গায় শঙ্খচিল উড়ে যায়
মাঠেমাঠে ধান কাটে চাষী।

বধূরা কলসী কাঁখে দাঁড়ায় পথের বাঁকে
পাশ দিয়ে সাইকেল চলে,
খেয়াঘাটে আসে মাঝি কুলে আনে তরী আজি
ভাসে তরী অজয়ের জলে।

ক্লান্ত দিবসের শেষে সবুজ পাহাড় ঘেঁষে
ডুবে রবি নদী কিনারায়,
চৌদিক আঁধার কালো জোনাকিরা দেয় আলো
বাজে দূরে সাঁঝের সানাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.