নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মাটির মায়া

০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০



মাটির মায়া
লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে ছোট ঘর আছে
মাটির পাঁচিল ঘেরা আঙিনায়,
আম আর কাঁঠাল গাছে গাছে
ডালে বসে পাখিরা গীত গায়।

রোজ সূর্যি ওঠে সকাল বেলা
গাঁয়ের চাষী মাঠে করে চাষ,
ফুলের বনে ফুল ফোটে মেলা,
বাতাসে ভাসে ফুলের সুবাস।

গাঁয়ের পদ্মদিঘি কালো তার জল
মরাল মরালী সাঁতার কাটে জলে,
কলসী কাঁখে গাঁয়ের বধূরা সকল
রাঙা মাটির পথে আনমনে চলে।


গাঁয়ের পাশে ছোট অজয় নদী
কুলু কুলু অবিরত বয়ে চলে,
রোজ সকালে এ গাঁয়ের মাঝি
নৌকা ভাসায় অজয়ের জলে।

শোধ হবেনা কভু এ মাটির ঋণ
গাঁয়ে আছে সবুজ শীতল ছায়া,
রাঙাপথে লোক চলে সারাদিন
স্মৃতি-বিজড়িত এ মাটির মায়া।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

পবন সরকার বলেছেন: আপনি পর পর দু'টি পোষ্ট করেছেন, এটা ঠিক না। একটি লেখা প্রথম পাতা থেকে সরে গেলে আরেকটি লেখা পোষ্ট করার নিয়ম। একজনে অধিক পোষ্ট প্রথম পাতায় দিলে অন্যদের জন্য সমস্যা, তাদের লেখা প্রথম পাতা থেকে দ্রুত সরে যায় এবং অনেক ব্লগার সেসব লেখা পড়ার সুযোগ পায় না। :(

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু-পরামর্শের জন্য ধন্যবাদ। কথাটা হৃদয়ে গেঁথে রাখলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গরু!জয়গরু!

২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০২

তারেক_মাহমুদ বলেছেন: আপনার সব কবিতায় গ্রাম বাংলার অদ্ভুত সুন্দর বর্ণনা থাকে, যা সবাইকে ভাললাগায় মোহিত করে। ভাল থাকুন দাদা আর এমনি সুন্দর সুন্দর কবিতা লিখুন।

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু-পরামর্শের জন্য ধন্যবাদ। কথাটা হৃদয়ে গেঁথে রাখলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ।
পাশে থাকুন, পাশে রাখুন সদা-সর্বদা।
জয়গুরু! জয়গরু!জয়গরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.