![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের আলো
- লক্ষ্মণ ভাণ্ডারী
ভোরের আলো মুছিয়ে দিলো
আঁধার রাতের কালো,
প্রভাত রবি ছড়িয়ে দিলো
সকালে সোনালী আলো।
পূবের রবি রাঙিয়ে দিলো
ভোরের আকাশটাকে,
প্রভাত পাখি উঠলো ডাকি
সবুজ তরুর শাখে।
ফুল ফুটেছে ফুলের বনে
বাতাসে সৌরভ ভাসে,
মুক্তোর মতো শিশির বিন্দু
সোনালী আলোয় হাসে।
দিঘির জলে মরাল ভাসে
মরালী তার পাছে,
পাখিরা সব করে কোলাহল
পাড়ের গাছে গাছে।
আম কাঁঠাল সুপারি তাল
খেজুর গাছের সারি,
গাঁয়ের পথে মন্থর গতি
চলছে গোরুর গাড়ি।
অজয় নদীর দুই কিনারে
হেরি সরু বালি চর,
গাঁয়ের মাটি সুখের ঘাঁটি
সুখে থাকি নিরন্তর।
০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পাঠে বিমুগ্ধ ও অভিভূত আর আপ্লুত হলাম।
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
পাশে থাকুন, পাশে রাখুন।
সদাসর্বদা।
শুভকামনা রইল সতত ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ধন্যবাদ। লেখাটা অব্যহত রাখবেন।
০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পাঠে বিমুগ্ধ ও অভিভূত আর আপ্লুত হলাম।
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
পাশে থাকুন, পাশে রাখুন।
সদাসর্বদা।
শুভকামনা রইল সতত ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫
সৈয়দ ইসলাম বলেছেন: সুখে থাকি নিরন্তর....
ভালো লাগা জানবেন।