নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মন্দিরেতে দেবতা নাই

১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩২



মন্দিরেতে দেবতা নাই
- লক্ষ্মণ ভাণ্ডারী

মন্দিরেতে দেবতা নাই,
কেন যাস ওরে সেথায়,
মন্দিরেতে নাই রে ভগবান।

সকল মানুষের মাঝে,
ভগবান সদা বিরাজে,
সবার অন্তরে তাঁরই অধিষ্ঠান।

মানুষেরে যে ঘৃণা করে,
থাকিস কেন দূরে ওরে,
মানুষকে তুই চিনলি নারে মন,

মানুষকেই ভালোবেসে
দাঁড়াস যদি পাশে এসে,
তবেই ভক্তের ভগবান তুষ্ট হন।

দেখিস না কি দূরে ওরে,
কাঁদছে যারা পথের পরে
দিবানিশি যারা অনশনে রয়,

দেবতা নয় মাটির পুতুল
পূজা করে করিস না ভুল
মানব সেবাই শ্রেষ্ঠপূজা হয়।

মানুষে মানুষে ভালোবাসা,
বাঁধে অন্তরে প্রীতির বাসা,
প্রীতির বন্ধনে বাঁধতে যদি পারো,

মানুষকে যদি ভালোবাসো
পার তাদেরই দুঃখ নাশো
ঘরে তাদের অন্ন নাইকো কারো,

মানব ধর্ম সেরা ধর্ম
কর্ম মাঝে আছে ধর্ম
এই বসুধায় জন্মে পূণ্য-কর্ম করো।

জীবের মাঝে শিব সেবা,
তাই জেনো মানব সেবা
মানব কল্যাণে দেশকে এবার গড়ো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: মন্দিরে যদি দেবতা না থাকে তাহলে মসজিদেও আল্লাহ নেই।


শেষে ঠিকই বলেছেন- মানব সেবা, মানব কল্যাণ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। কবিগুরু বলেছেন।
মানুষের পরশরে প্রতিদিন ঠেকাইয়া দূরে
ঘণা করিয়াছ তুমি প্রাণের ঠাকুরে।
মানুষই ভগবান। মানুষের কাছে
মানুষের পাশে দাঁড়ানোই মানুষের ধর্ম।


আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

রুরু বলেছেন: মানুষেরে যে ঘৃণা করে,
থাকিস কেন দূরে ওরে,
মানুষকে তুই চিনলি নারে মন।

খুব সত্য কথা।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। কবিগুরু বলেছেন।
মানুষের পরশরে প্রতিদিন ঠেকাইয়া দূরে
ঘণা করিয়াছ তুমি প্রাণের ঠাকুরে।
মানুষই ভগবান। মানুষের কাছে
মানুষের পাশে দাঁড়ানোই মানুষের ধর্ম।


আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.