নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মহান ২৬শে জানুয়ারী

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১




মহান ২৬শে জানুয়ারী
- লক্ষ্মণ ভাণ্ডারী


সাধারণতন্ত্র দিবস আজিকে
মহান ২৬শে জানুয়ারী,
জাতীয় দিবসে আজিকে মোরা
তাঁদেরই স্মরণ করি।


ত্যাগী বীর সেই চিত্তরঞ্জন দাশ
জাতির জনক গান্ধীজী,
আজাদ বাহিনী করিল গঠন
বীর সুভাষ নেতাজী।


লালা লাজপত বাল গঙ্গাধর
ও বিপিনচন্দ্র পাল,
তাঁদের জয়গানে ভারতের সূর্য
আজিও হেরি লাল।


মাষ্টারদা সূর্যসেন তরুণ বিপ্লবী
বিনয় বাদল দিনেশ,
যাঁদের ত্যাগে ও প্রাণ বলিদানে
হইল স্বাধীন এদেশ।


বীর ক্ষুদিরাম হাসিতে হাসিতে
গলায় পরিলেন ফাঁসি,
আজিকে মোরা জানাই প্রণাম
মিলে সবে দেশবাসী।


দেশকে যাঁরা করিল স্বাধীন
প্রাণ দিল বলিদান,
ফাঁসির মঞ্চে প্রাণ দিল যাঁরা
গাহি তাদের জয়গান।


স্বদেশের তরে সকলে করিল
আমরণ রক্ত-সংগ্রাম,
৬৯তম প্রজাতন্ত্র দিবসে তাঁদের
জানাই সশ্রদ্ধ প্রণাম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভারতের প্রজাতন্ত্র দিবসে সকল ভারতবাসীকে
প্রাণঢালা শুভেচ্ছা।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫

বিজন রয় বলেছেন: গাঁয়ের কবিতা ছেড়ে রাজনীতি।

+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.