নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ে আছে ভালবাসা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২




গাঁয়ে আছে ভালবাসা
- লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ভালবাসা, আছে স্নেহছায়া,
ভুলিতে পারি না কভু এ মাটির মায়া।
মাটির কুটির ঘর রাঙা পথ বাঁকে,
দুইধারে ধান খেতে টিয়াপাখি ডাকে।

কোথাও বা বটগাছ শাল ও পিয়াল,
সারিসারি তালগাছে ধরে আছে তাল।
বাঁশগাছ জামগাছ কলার বাগান,
আমকাঁঠালের শাখে কোকিলের গান।

চণ্ডীতলা আটচালা আছে এই গাঁয়ে,
অজয়ের চর হেরি সীমানার বাঁয়ে।
নদীঘাটে তরী এসে লাগে কিনারায়,
যাত্রীসব লয়ে বোঝা পার হয়ে যায়।

রাখালিয়া সুরে বাজে রাখালের বাঁশি,
মাটির মা আমার গাঁ মাকে ভালবাসি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

মোস্তফা সোহেল বলেছেন: গ্রামকে নিয়ে সুন্দর কবিত।ভাল লাগল দাদা।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


গাঁয়ের মানুষ শিক্ষিত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.