নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার প্রতিশ্রুতি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১



গতকাল সারা বিশ্বে পালিত হয়েছে প্রতিশ্রুতি দিবস। প্রেম মানেই প্রতিশ্রুতি, অঙ্গীকার, বিশ্বাস। এই প্রতিশ্রুতিগুলোই আমাদের সম্পর্ককে সুন্দর করে তোলে। ভালবাসার অনেক প্রতিশ্রুতিই তো আমরা দিই, কিন্তু তা সত্ত্বেও জীবনটা দুঃখময় হয়ে যায় ।


অবসাদ, বিরক্তি ঠিকভাবে খুশিতে থাকতে দেয় না। কারণ খুশিতে থাকতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন নিজেদের মধ্যে কিছু প্রতিশ্রুতি দেওয়া, আর সেই প্রতিশ্রুতি মেনে চলা। তাহলেই দৃঢ় হবে আত্মবিশ্বাস, সুন্দর হবে দুটি মন, দুটি হৃদয়।


সম্পর্ক সুন্দর হবেই। আজ প্রতিশ্রুতি দিবস (প্রমিস ডে)। তাই নিজেদের মধ্যে করুন কিছু নতুন, নতুন ভালবাসার প্রতিশ্রুতি।


ভালবাসার প্রতিশ্রুতি দিবসের নতুন ভাবনায় আমার কবিতা।

ভালবাসার প্রতিশ্রুতি
লক্ষ্মণ ভাণ্ডারী


আজকে জানি ভালবাসার
নতুন অনুভূতি,
প্রতিশ্রুতি দিবসে সাথী
দিলাম প্রতিশ্রুতি।


সারাজীবন বাসবো ভালো
তোমায় পাশে রেখে,
তোমার তরে রইবো আমি
তোমার দুটি চোখে।


আমার তুমি চোখের তারা
আমার নয়ন মণি,
তোমার চোখে দেখবো আমি
তোমার রূপের খনি।


তুমি আমার ভালবাসার
জীবনসাথী মোর,
তোমায় আমি বাসবো ভালো
সারাজীবন ভোর।


ভালবাসার রূপসাগরে
ডুবতে আমি চাই,
হৃদয়মাঝে রাখবো তোমায়
যদি তোমায় পাই।


তোমার রূপে মোহিত আমি
তাইতো কাছে আসি,
তুমি আমার আমি তোমার
তোমায় ভালবাসি।


আমার মনে সিংহাসনে
তুমি হৃদয়-রাণী,
তোমায় পেয়ে ধন্য জীবন
ধন্য হলাম আমি।



আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আলিঙ্গন দিবস। এই পূণ্য লগ্নে আজ আমাদের 22তম বিবাহ বার্ষিকী। এক অভিনব মনোভাবনা সুবাসিত ভালবাসার পরশে সবাকার জীবন আলোকময় হয়ে উঠুক। সব পরিবারেই আসুক সুখ-সমৃদ্ধি।
সেই নতুন ভাবনায় লেখা আমার কবিতা।


আলিঙ্গন দিবসের কবিতা
- লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে আজ রং ছড়ালো
মনের আঙিনায়,
আলিঙ্গনের দিবসে আজ
মন তোমারে চায়।

বন্ধ মনের দুয়ার খুলে
দেখি দু’চোখ ভরে,
হদয় তব রয়েছে খোলা
চিরদিনের তরে।

শুভেচ্ছা প্রীতি ভালবাসায়
ভরিয়ে দেবো মন,
রক্ত গোলাপ দিয়ে তোমায়
নেবো করে আপন।

আজকে জানি ধরণীতলে
ভালবাসার খেলা,
তোমায় নিয়ে কাটবে বন্ধু
আজকে সারাবেলা।

কবি হৃদয়ে পরশ দিয়ে
আপন করে নিও,
যতন করে রক্ত গোলাপ
হৃদয়ে রেখে দিও।

প্রেমিক কবি কবিতাপ্রেমী
এই ধরণীর তলে,
কবির প্রেমে কবিতা আজ
হৃদয়ের কথা বলে।


সিঁদুর রাঙা ভালবাসা
(22 তম বিবাহ বার্ষিকী নিয়ে কবিতা)
- লক্ষ্মণ ভাণ্ডারী


সিঁদুর রাঙা ভালবাসার
দিনটি মনে রাখি,
আজ মোদের বাইশতম
বিবাহের বার্ষিকী।

স্মৃতি পাতায় বাজে সানাই
মনের আঙিনায়,
সেদিন ছিল বিয়ের লগ্ন
আজকে লগ্ন নাই।

সেদিন ছিল খুশিতে ভরা
ভুবন আলোময়,
স্মৃতিতে ভরা দিনটি আজ
স্মৃতিপটে অক্ষয়।

সেজেছিলাম সেদিন আমি
বরের নব সাজে,
স্মৃতিতে ঘেরা দিনটি আজ
জাগে মনের মাঝে।

টোপর মাথে সেদিন রাতে
সাথীরে প্রথম দেখা
প্রিয়ার চোখে প্রথম দেখা
হৃদয়ে আছে লেখা।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

মোস্তফা সোহেল বলেছেন: প্রতিশ্রুতি দিবস,আলিঙ্গন দিবস আছে জানা ছিলনা তো দাদা!!
কবিতা গুলো ভাল লেগেছে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

অচেনা আগন্তুক বলেছেন: বাহ!

:)

+

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

তারেক ফাহিম বলেছেন: প্রতিশ্রুতি দিবস B-)
আলিঙ্গন :|

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

তারেক_মাহমুদ বলেছেন: অজয় নদী বিহীন দুটি ভালবাসার কবিতা দারুণ লাগলো।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: একবার মন্তব্য করে মন ভরে নি। তাই আবার এলাম- সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.