নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বসন্ত আসিল আজি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪










বসন্ত আসিল আজি
- লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্ত আসিল আজি অপরূপ রূপে সাজি
পুষ্প বিকশিত শাখে শাখে,
কোকিলের কহুতান আকুল করিল প্রাণ
বৃক্ষশাখে পক্ষীসব ডাকে।

প্রভাতে তপন উঠে পলাশের ফুল ফুটে
রবির কিরণে উঠে মেতে,
প্রভাত পাখির গান কোকিলের কুহুতান
আম কাঁঠালের বাগানেতে।

অলিদল দলে দলে গুঞ্জরিছে ফুলে ফুলে
আসে ধেয়ে কুসুম কাননে,
পলাশের রং লাগে হৃদয়ে পুলক জাগে
সৌরভ ছড়ায় সমীরণে।

শিমূল পলাশ ফুল সুগন্ধে মন ব্যাকুল
শাখে নব কিশলয় জাগে,
ফাগুনের ফুলবনে ভ্রমরের গুঞ্জরনে
দেহে আর মনে রং লাগে।

নদীকূলে নৌকা বাঁধা উড়ে বক সাদা সাদা
অজয়ের ধারা বয়ে চলে,
বসন্তের রং লেগে বসুন্ধরা ওঠে জেগে
হৃদয়ে কবিতা কথা বলে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

নূর-ই-হাফসা বলেছেন: বাহ! দারুন কবিতা ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫

লক্ষণ ভান্ডারী বলেছেন:

সুমন্তব্যে আপনার মুগ্ধ হল মন,
বাসন্তী-শুভেচ্ছা বন্ধু করুন গ্রহণ।
• নব বসন্তের অভিনন্দন জানাই।
শুভকামনা রইল সদা সর্বদা। ভাল থাকুন, সুস্থ থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.