![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তে মাখা রাঙা প্রভাত
- লক্ষ্মণ ভাণ্ডারী
কত না রক্ত ঝরায়েছি মোরা বাংলা মাতৃভাষার তরে,
কত না যাতনা সয়েছি আমরা কত শতেক বর্ষ ধরে।
বাংলা মোদের মাতৃভাষা, মোরা বীর বাঙালীর জাত,
রক্তের বিনিময়ে আজিকে এলো রক্তমাখা রাঙাপ্রভাত।
বুকের রক্তে লিখে গেছে যাঁরা বাংলা মাতৃভাষার মান,
আজিকে তাঁদের জানাই মোরা শত কোটি লাল সেলাম।
রক্তে রাঙানো মাতৃভাষা দিবসকে কভু না ভুলতে পারি,
মাতৃভাষা দিবস এলো আজিকে সেই একুশে ফেব্রুয়ারী।
রক্ত ঝরানো ইতিহাসে শত শহীদের রক্ত মাখা সেইদিন,
মাতৃভাষা দিবসে আজি শোধ করো সবে সেই রক্ত ঋণ।
বাংলা মোদের মাতৃভাষা তাই মোরা বাংলায় কথা বলি,
তবুও মোরা ভুলিতে পারি না সেই রক্ত মাখা দিনগুলি।
বয়ে গেছে কত রক্ত ধারা এসে মিশেছে পদ্মা মেঘনায়,
রক্ত মাখা শত শহীদের ব্যথা কভু কি আর ভোলা যায়?
অরুণ রাঙা রক্ত প্রভাতে এলো সেই একুশে ফেব্রুয়ারী,
মাতৃভাষা দিবসে আজিকে মোরা তাঁদেরকে স্মরণ করি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
নামল সারাদেশে শোকের ছায়া একুশে ফেব্রুয়ারী,
মাতৃভাষা শহীদ দিবসকে ভুলতে কভু কি পারি?
শত তাজা প্রাণ হল বলিদান এই মাতৃভাষার তরে,
সন্তানহারা মায়ের দুচোখে তাই আজিও অশ্রু ঝরে।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ফেব্রুয়ারিকে নিয়ে দারুণ কবিতা।
অভিনন্দন কবি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪
লক্ষণ ভান্ডারী বলেছেন:
সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
একুশে ফেব্রুয়ারী নিয়েছে কেড়ে কত শহীদের প্রাণ,
বাংলার মাটিতে তাজা রক্তে লেখা আছে যাদের নাম।
প্রাণ দিল যারা দেশের মাটিতে রাখতে ভাষার মান,
রক্তের বিনিময়ে গেল তারা গেয়ে জীবনের জয়গান।
সাথে থাকুন, পাশে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭
রিকতা মুখাজীর্র্ বলেছেন: অসম্ভব সুন্দর
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
প্রাণ দিল যারা দেশের মাটিতে রাখতে ভাষার মান,
রক্তের বিনিময়ে গেল তারা গেয়ে জীবনের জয়গান।
পদ্মার জল লাল কেন? কেন মেঘনার দুচোখে জল?
কেন সন্তানহারা মায়ের দুচোখে জল ঝরে অবিরল?
কেন লাল হল বাংলার মাটি শত শহীদের তাজাখুনে?
রক্তাক্ত কালো অক্ষর আজ বাংলায় কাব্যের জাল বুনে।
সাথে থাকুন, পাশে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২
কামরুননাহার কলি বলেছেন: অনেক সুন্দর কবিতা।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
প্রাণ দিল যারা দেশের মাটিতে রাখতে ভাষার মান,
রক্তের বিনিময়ে গেল তারা গেয়ে জীবনের জয়গান।
কেন লাল হল বাংলার মাটি শত শহীদের তাজাখুনে?
রক্তাক্ত কালো অক্ষর আজ বাংলায় কাব্যের জাল বুনে।
কত শত শহীদের রক্তে রাঙানো এই একুশে ফেব্রুয়ারী,
মাতৃভাষা শহীদ দিবসে মোরা তাঁদেরকেই স্মরণ করি।
সাথে থাকুন, পাশে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: অতি মনোরম একটা কবিতা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫
লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
শত তাজা প্রাণ হল বলিদান এই মাতৃভাষার তরে,
সন্তানহারা মায়ের দুচোখে তাই আজিও অশ্রু ঝরে।
একুশে ফেব্রুয়ারী নিয়েছে কেড়ে কত শহীদের প্রাণ,
বাংলার মাটিতে তাজা রক্তে লেখা আছে যাদের নাম।
প্রাণ দিল যারা দেশের মাটিতে রাখতে ভাষার মান,
রক্তের বিনিময়ে গেল তারা গেয়ে জীবনের জয়গান।
পদ্মার জল লাল কেন? কেন মেঘনার দুচোখে জল?
কেন সন্তানহারা মায়ের দুচোখে জল ঝরে অবিরল?
কেন লাল হল বাংলার মাটি শত শহীদের তাজাখুনে?
রক্তাক্ত কালো অক্ষর আজ বাংলায় কাব্যের জাল বুনে।
সাথে থাকুন, পাশে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল।