![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসিল ফাগুন আজি (গীতি কবিতা)
- লক্ষ্মণ ভাণ্ডারী
উদিল অরুণ রবি পূরব গগনে,
আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
(ওরে ভাই) আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
ফুটিল কুসুম কলি,
আসে ধেয়ে যত অলি,
গুন গুন সুর তুলি, মধু আহরণে।
আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
(ওরে ভাই) আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
তরুশাখে কিশলয়,
পর্ণে পরিণত হয়,
দখিনা বাতাস বয়, মৃদু মন্দ সমীরণে।
আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
(ওরে ভাই) আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
শাখী ভরেছে শিমূলে,
আছে পড়ে তরুমূলে,
লাল পলাশের ফুলে রং ধরেছে মনে মনে।
আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
(ওরে ভাই) আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
প্রজাপতি আসে উড়ে,
ফুলে ফুলে ঘুরে ঘুরে,
রাখালিয়া বাঁশি সুরে, পুলকিত তনুমনে।
আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
(ওরে ভাই) আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৩
কামরুননাহার কলি বলেছেন: এই ফাল্গুন মাসটি আমার কাছে অনেক প্রিয়। যদি সারা বছরই ফাল্গুল থাকতো আমি আকাশে উড়ে উড়ে বেড়াতাম।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১
তারেক_মাহমুদ বলেছেন: ফাগুনের কাব্যিক প্রকাশ, খুব ভাল লাগলো।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার বসন্ত বন্দনা।
ধন্যবাদ ভাণ্ডারী’দা
ভালো থাকবেন।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬
*** হিমুরাইজ *** বলেছেন: সারা বছর ফাগুন থাকলে খুব ভাল হত।