নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জীবনের খেলাঘরে

১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭




জীবনের খেলাঘরে পেতে চাও সুখ?
অলসতা পরিহরি কষ্টে বাঁধো বুক।
কষ্টে উপার্জিত ধন জীবনের সার,
যদ্যপি কিঞ্চিত্ তবু বহুমূল্য তার।

জীবনের খেলাঘরে অশান্তির ঝড়,
কেড়ে নেয় সুখশান্তি ভেঙে দেয় ঘর।
আপনকে করে পর হিংসার বিষ,
স্বার্থের চাবুক হানে চিত্তে অহর্নিশ।

মায়াময় সংসারে মায়ার বন্ধন,
সুখশান্তি ভালবাসা কাঁদে অনুক্ষণ।
জীবন সুখের হবে সুখ যদি চাও,
দিনশেষে একবার হরি গুণ গাও।

জীবনের খেলাঘর অমৃত কথন,
ভাণ্ডারী লক্ষ্মণ লিখে পড়ে সুধীজন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৪৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতাটির প্রতিটা লাইন-ই যথার্থ। উপদেশ বা পরামর্শ যেটাই হোক না কেন, কবিতাটি ভালো লেগেছে।

২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! খুব সুন্দর একটি উপদেশমূলক কবিতা। খুব ভালো লাগল ।

৩| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:২৭

অনুতপ্ত হৃদয় বলেছেন: মায়াময় সংসারে মায়ার বন্ধন,
সুখশান্তি ভালবাসা কাঁদে অনুক্ষণ।

লাইন দুটো খুবই ভালো লেগেছে।

কবির জন্য শুভ কামনা রইল।

৪| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: বরাবরের মতই চমৎকার দাদা, আপনার সরব উপস্থিতি খুবই ভাল লাগছে।

৫| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: সবাই এত জীবন নিয়ে লিখছে কেনো?

৬| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: বাহ !!
চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.