নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয়ের কোলাহলে

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৩৫

অজয়ের কোলাহলে
লক্ষ্মণ ভাণ্ডারী






অজয়ের কোলাহলে মেতে ওঠে গ্রাম,
নদীজল ছল ছল বহে অবিরাম।
দুইপারে ছোট গ্রাম মাঝে নদী বয়,
নদীতীরে সুশীতল সমীরণ বয়।

নদীজল কল কল করে কোলাহল,
অজয় নদীর ধারা বহে অবিরল।
মাঝি ভাই নৌকা বায় ভাটিয়ালি সুরে,
শাল পিয়ালের বনে বাঁশি বাজে দূরে।

অজয়ের হাঁটুজল বৈশাখের মাসে,
নদীবাঁকে ঝাঁকেঝাঁকে শালিকেরা আসে।
পার হয় গরুগাড়ি, পার হয় লোক,
নদীপারে দৃশ্য হেরি ভরে দুই চোখ।

অজয়ের নদীচরে পড়ে আসে বেলা,
রবি ডুবে সাঙ্গ হয় দিবসের খেলা।


মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: "তপোবন শনশন গ্রাম নয়
যেন এক দ্বীপ
কিছু আনন্দ কিছু বেদনা নিয়ে
জ্বলে জীবন প্রদীপ।"

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
খুব শীঘ্রই অজয় নদীর কাব্য (পঞ্চম পর্ব) প্রকাশিত হবে।
সাথে থাকুন, পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
পাঠিয়ে দিন মন্তব্যের পাতায়। নতুন রূপে নতুন সাজে বেরিয়ে আসুক অজয় নদীর কাব্য।
কলের সহযোগিতা কাম্য। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: "মাঠ পেরিয়ে খাল পেরিয়ে
তেতুলিয়া গাঁয়ে
ভণ্ড পীরের মাঝার আছে
রাস্তা থেকে বাঁয়ে।"

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
খুব শীঘ্রই অজয় নদীর কাব্য (পঞ্চম পর্ব) প্রকাশিত হবে।
সাথে থাকুন, পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
পাঠিয়ে দিন মন্তব্যের পাতায়। নতুন রূপে নতুন সাজে বেরিয়ে আসুক অজয় নদীর কাব্য।
কলের সহযোগিতা কাম্য। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৩৩

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ভাল লাগল।

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
খুব শীঘ্রই অজয় নদীর কাব্য (পঞ্চম পর্ব) প্রকাশিত হবে।
সাথে থাকুন, পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
পাঠিয়ে দিন মন্তব্যের পাতায়। নতুন রূপে নতুন সাজে বেরিয়ে আসুক অজয় নদীর কাব্য।
কলের সহযোগিতা কাম্য। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৩৭

কাইকর বলেছেন: বাহ....সুন্দর

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
খুব শীঘ্রই অজয় নদীর কাব্য (পঞ্চম পর্ব) প্রকাশিত হবে।
সাথে থাকুন, পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
পাঠিয়ে দিন মন্তব্যের পাতায়। নতুন রূপে নতুন সাজে বেরিয়ে আসুক অজয় নদীর কাব্য।
কলের সহযোগিতা কাম্য। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:৫৫

প্রথমকথা বলেছেন: ভাল লেগেছে কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.