নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জ্ঞান বুদ্ধি ও বিবেক

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

জ্ঞান বুদ্ধি ও বিবেক

- লক্ষ্মণ ভাণ্ডারী





জীবনে চলার পথে, একদা কেমনে,
জ্ঞান, বুদ্ধি ও বিবেক মিলে একসনে।
তিনে মিলি বার্তালাপ বিবিধ প্রকার,
মুখ টিপে বিদ্যা হাসে অলক্ষ্যে সবার।


জ্ঞান বলে, “থাকি আমি সবাকার মাঝে,”
বুদ্ধি বলে, “লাগি আমি সবাকার কাজে”।
বিবেক কহিল, “ভাই ! আমার বচন,
তোমা দোঁহা সাথে আমি করি বিচরণ”।


জ্ঞান বুদ্ধি বিবেকের অধিকারী যিনি,
সর্বত্র পূজিত হন বিশ্ব-মাঝে তিনি।
জ্ঞান, বুদ্ধি ও বিবেক যার পাশে রয়,
বিদ্যা না থাকিলে হয় দিনে দিনে ক্ষয়।


বিদ্যা ধন মহা ধন কহে সর্বজন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাণ্ডারী'দা
অনেক দিন পরে আপনার
ছড়া পড়লম, বেশ লাগলো।
কেমন আছেন আপনি ?
শুভেচ্ছা জানবেন।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:২৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: ভালো আছি বন্ধু। ব্যস্ততার কারণে
আপনাদের সাথে যোগাযোগ করা
যাচ্ছে না। সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
পবিত্রতম ঈদের অগ্রিম শুভেচ্ছা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু।

২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: মনটা ভরে গেল।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:২৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
পবিত্রতম ঈদের অগ্রিম শুভেচ্ছা।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.