নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমাদের গ্রামখানি

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:২৯



আমাদের গ্রামখানি
-লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গ্রামখানি অজয়ের ধারে,
আছে এক ছোটদিঘি তালগাছ পাড়ে।
পূবেতে উদিল রবি সোনার বরণ,
গাছে গাছে গাহে পাখি হরষিত মন।

কাঁকন তলার মাঠে ফিঙেপাখি নাচে,
নদী পাড়ে দুই ধারে তালবন আছে।
নদীঘাটে আসে যত যাত্রীদের দল,
পিয়াল বনে মাঝিরা বাজায় মাদল।

তরণী ভিড়িল যেই নদী কিনারায়,
নদীঘাটে আসে ছুটে যাত্রীরা সবাই।
কল কল নদীজলে কোলাহল হয়,
নদীতীরে সুশীতল সমীরণ বয়।

আমাদের গ্রামখানি অতি মনোহর,
গাঁয়ে আছে ছোটনদী ছোট ছোট ঘর।


মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৪০

লাবণ্য ২ বলেছেন: দারুন ছবি ও কবিতা!

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম আর এগিয়ে চলার প্রেরণা পেলাম।
প্রিয়কবিকে অভিনন্দন সহ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভ কামনা রইল নিরন্তর, সতত ও অবিরাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু।

২| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৪

কাইকর বলেছেন: বাহ......সুন্দর

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম আর এগিয়ে চলার প্রেরণা পেলাম।
প্রিয়কবিকে অভিনন্দন সহ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভ কামনা রইল নিরন্তর, সতত ও অবিরাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু।

৩| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার কবিতা
গাঁয়ের বন্দনা এমনইতো হয়।
সবাই ভাই ভাই মিলে মিশে রয়।

৪| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

লক্ষণ ভান্ডারী বলেছেন: ছন্দমধুর সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম আর এগিয়ে চলার প্রেরণা পেলাম।
প্রিয়কবিকে অভিনন্দন সহ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভ কামনা রইল নিরন্তর, সতত ও অবিরাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু।

৫| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: আপনার গ্রামের মতোন আমার গ্রাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.