নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ে আমের শাখে

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৮




আমার গাঁয়ে আমের শাখে
-লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ে আমের শাখে
কোকিলের কুহুতান,
আমার গাঁয়ে সবুজ গাছে
প্রভাত পাখির গান।

আমার গাঁয়ে নদীর ধারে
সবুজ শীতল ছায়া,
আমার গাঁয়ে মাটিতে আছে
মমতা মাখানো মায়া।

আমার গাঁয়ে পথের বাঁকে
গোরু আর মোষ চরে,
রাখাল ভাই বাঁশি বাজায়
মোর চিত্ত ওঠে ভরে।

মাঠের কাছে বিলের জলে
মরাল মরালী ভাসে,
শাল পিয়াল মহুল বনে
বাঁশি ও মাদল বাজে।

গাঁয়ের পাশে নদীর বাঁকে
সরু বালির চরে,
গাঁয়ের মাঝে সুখ ও শান্তি
আছে মাটির ঘরে।

গাঁয়ের মাটি সুখের স্বর্গ
এ আমার জন্মভূমি,
মাটির ঘরে শান্তির নীড়ে
স্বপ্নের জাল বুনি।


মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

লাবণ্য ২ বলেছেন: অসাধারন কাব্য!

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।

সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

২| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ফেনা বলেছেন: গ্রাম বাংলার সুন্দর উপস্থাপন।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।

সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৩| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ফেনা বলেছেন: গ্রাম বাংলার সুন্দর উপস্থাপন।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

লক্ষণ ভান্ডারী বলেছেন: প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।

সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৪| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:

কবিতায় দরদ আছে।
আপনার গাঁয়ে খেজুর গাছ ও কড়াই গাছে আম ধরে?

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মন ভরে গেল।
এই মাটিতে প্রকৃতির বুকে খঁড়তে হবে নির্যাস।
প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করুন।

প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।

সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৫| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

ওমেরা বলেছেন: আমার গাঁয়ে পথের বাকে হরিন খেলা করে ।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

লক্ষণ ভান্ডারী বলেছেন: প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।

সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৬| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২১

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: চাঁদ গাজীর মন্তব্যের পরে আপনার গ্রাম আর কবিতা আর ভালো লাগলো ।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

লক্ষণ ভান্ডারী বলেছেন: প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।

সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৭| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি!

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম।
শুভকামনা রইল নিরন্তর। আন্তরিক শুভেচ্ছা জানাই।

সাথে থাকুন,
পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

৮| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম।
শুভকামনা রইল নিরন্তর। আন্তরিক শুভেচ্ছা জানাই।

সাথে থাকুন,
পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

৯| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:৫০

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার গ্রামকে নিয়ে লেখা কবিতাটি পড়ে বড় ভাল লাগল কিন্তু এখন আর সেই গ্রামটিকে কোথাও খুঁজে পাবেন না , সেই স্বপ্নের গ্রামটি অভিমানে অপমানে দেশান্তরী হয়ে গেছে , আমি অনেক খুঁজেছি কোথাও তাকে পাইনি ,এখন সবই কৃত্তিম । আপনাকে সুন্দর কবিতাটি আমাদেরকে উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ । :

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা রইল।
শুভকামনা রইল নিরন্তর। সতত ও অবিরাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

১০| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম।
শুভকামনা রইল নিরন্তর। আন্তরিক শুভেচ্ছা জানাই।

সাথে থাকুন,
পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

১১| ২২ শে জুন, ২০১৮ দুপুর ২:২৪

খায়রুল আহসান বলেছেন: ছবি দুটো সুন্দর, কবিতাও ভাল লেগেছে, কিন্তু দৃষ্টিসীমানা ঠিকই বলেছেন, এখন আর এমন গ্রামকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। অপরিকল্পিত নগরায়নের ভূত গ্রামের পিঠেও সওয়ার হতে চলেছে।
৫ নং মন্তব্যটিও ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.