নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ে নদীর ধারে

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৭



আমার গাঁয়ে নদীর ধারে
-লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে নদীর ধারে
রাঙা মাটির পথে,
ক্যাঁচর ক্যাঁচর গোরুর গাড়ি
চলে সকাল হতে।

সবুজ গাছে পাখির গানে
ভরে নয়ন মন,
গাছের ছায়া মাটির ঘরে
শান্তির নিকেতন।

অজয় নদীর ঘাটের কাছে
স্বচ্ছ নদীর জল,
সকাল হতে দূর গাঁ থেকে
আসে পথিকদল।

হাঁটুজলে পার হয়ে যায়
গোরু বাছুর গাড়ি,
নদীর ধারে কাশের বনে
সাদা বকের সারি।

নদীর চরে শেওলা জমে
কালো নদীর জল,
শামুক গুগলি ধরে খায়
বুনো হাঁসের দল।

নদীর বাঁকে আমের শাখে
কোকিল ডাকে শুধু,
মাটির কলসী কাঁখে নিয়ে
আসে গাঁয়ের বধূ।

সন্ধ্যা বেলায় আলো লুকায়
স্নিগ্ধ নদীর চরে,
জোছনা রাতে চাঁদের আলো
নদীর জলে ঝরে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


অজয় নদী কি আসলে চরা (খাল)?

২| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

ওমেরা বলেছেন: কবিতা সুন্দর লাগল । আমার দেশেও নদীর পার আছে ভাইয়া

৩| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার কবিতা।

৪| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার। শুভ কামনা রইল।

৫| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

রোকনুজ্জামান খান বলেছেন: চমৎকার এবং দৃষ্টি নন্দন।

৬| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা!

৭| ২১ শে জুন, ২০১৮ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: এখনও কি গরুর গাড়ি আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.