নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

দয়াল ঠাকুর শ্রী অনুকূল

২২ শে জুন, ২০১৮ দুপুর ২:৫১



দয়াল ঠাকুর শ্রী অনুকূল
- লক্ষ্মণ ভাণ্ডারী


দয়াল ঠাকুর শ্রী অনুকূল
সদা বিরাজমান তিনি,
মানুষ আপন টাকা পর
সবারে শেখালেন যিনি।


কলিতে নাম ধ্যান জপ
করো তুমি অবিরাম,
নামে আছে সুখ ও শান্তি
পাবে তুমি মোক্ষধাম।


মধুর নাম ধ্যান অবিরত
জপ করে যেইজন,
রোগ সন্তাপ দূরেতে যায়
করে বৈকুণ্ঠে গমন।


কলিতে শ্রীঅনুকূল ঠাকুর
এসেছিলেন ধরায়।
সত মন্ত্রে দীক্ষা নিয়ে সবে
পাপী পরিত্রাণ পায়।


প্রেমের ঠাকুর শ্রী অনুকূল
প্রণাম আমার নিও,
ঠাকুর তোমার চরণযুগলে
একটুকু ঠাঁই দিও


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: বাহ !!

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:২১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সু-মন্তব্যে আপ্লুত হলাম ও অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।

শুভকামনা রইল নিরন্তর, অবিরাম ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।

জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

২| ২২ শে জুন, ২০১৮ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:২১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সু-মন্তব্যে আপ্লুত হলাম ও অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।

শুভকামনা রইল নিরন্তর, অবিরাম ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।

জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.