নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নতুন সকালের অপেক্ষায়

২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৪২



নতুন সকালের অপেক্ষায়
-লক্ষ্মণ ভাণ্ডারী

একটি সুন্দরতম সকালের অপেক্ষায়,
অমানিশাভরা রাত মোর কেটে যায়।
আশায় আশায় আমি বাঁধিনু খেলাঘর,
আপনজন সব আজ হয়ে গেছে পর।

সুখের আশায় কাটে দূর্যোগভরা রাত,
দুঃখনিশার অবসানে আসে সুপ্রভাত।
ব্যথাভরা হৃদয়ে শুনি দূরের আহ্বান,
প্রভাত পাখিরা কেন গাহে না গান।

বিবর্ণ মৃত্যু কবলিত হেথা এই ধরা,
নদীর কলতান আজ শুধু বিরহভরা।
থেমে গেছে ক্লান্ত ঘড়ির দুটি কাঁটা,
মনে হয় অভিশপ্ত নিষ্ঠুর পৃথিবীটা।

জন্মঋণ শোধ করি সবে মৃত্যু দিয়ে,
নতুন প্রভাত শুরু আজ কান্না নিয়ে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:১৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সু-মন্তব্যে আপ্লুত হলাম ও অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।

শুভকামনা রইল নিরন্তর, অবিরাম ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।

জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

২| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:৫০

আকিব হাসান জাভেদ বলেছেন:
ঘুম ভেঙ্গে যদি নাহি দেখি ভোর
সকাল হতে আর লাগবে কত দূর
সেই সকালের আছি অপেক্ষায়
যেনো পাখি গায় গান
সুর মাতলায়।।

সুন্দন কবিতা ।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:১৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর ছন্দময় মন্তব্যে মুগ্ধ হলাম। সু-মন্তব্যে আপ্লুত হলাম ও অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।

শুভকামনা রইল নিরন্তর, অবিরাম ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।

জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

৩| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

মোছাব্বিরুল হক বলেছেন: খুব ভাল লাগল। এমন সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:১৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সু-মন্তব্যে আপ্লুত হলাম ও অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।

শুভকামনা রইল নিরন্তর, অবিরাম ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।

জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

৪| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫

সাইফুল অগ্রণী বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:২০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সু-মন্তব্যে আপ্লুত হলাম ও অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।

শুভকামনা রইল নিরন্তর, অবিরাম ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।

জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.