নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী কবি- কাজী নজরুল

২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬





চুরুলিয়া গাঁয়ের ছেলে
কবি কাজী নজরুল,
বিদ্রোহী তিনি, বিদ্রোহী কবি
গান গাওয়া বুলবুল।


গাঁয়ের পাশে অজয় নদী
কুলু কুলু বয়ে চলে।
গাঁয়ের ছেলে দুখু মিঞার
দুঃখেতে দিন চলে।


দুঃখে গড়া জীবন দুখুর,
সুখ ছিল না মনে,
দুঃখী দুখু নাম লেখাল
সেনা বাঙালী পল্টনে।


অত্যাচারী বিদেশী এসে,
কেড়ে নিল স্বাধীনতা,
বুঝলেন কবি ভারত মায়ের
পরাধীনতার ব্যথা।


‘অগ্নিবীণা’য় অগ্নি ঝরে,
‘বিষের বাঁশি’ বাজে,
অগ্নিমন্ত্রে দীক্ষা নিয়ে,
নামল দেশের কাজে।


বাংলার বীর জোয়ান ছেলে,
গাহে ভারত মাতার জয়,
বিদেশীদের বুঝিয়ে দিল
বীর বাঙালী তুচ্ছ নয়।


পাষাণের ঐ কারাগার
ভেঙে ফেলো হুংকারে,
মৃত্যুবরণ করে সবাই
পাষাণের কারাগারে।


শেকল ভাঙার গান গাহে
বিদ্রোহী কবি নিজে,
সবাই জীবন তুচ্ছ করে
নামল দেশের কাজে।


স্বাধীন ভারতবর্ষে উদয়
হলো অরুণ বরণ রবি,
বাংলা মায়ের দামাল ছেলে
হলেন জাতীয় কবি।


চরুলিয়া গ্রামে জন্ম লভিয়া
ঢাকায় কবি নিলেন মাটি,
কবির 115তম জন্ম দিবসে
শ্রদ্ধার্ঘ মোর এই কবিতাটি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

নাজিম সৌরভ বলেছেন: বিদ্রোহী কবিকে নিয়ে লিখা কবিতা বেশ দারুণ হয়েছে। ভালো লাগলো দাদা।

২| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:০৩

রাকু হাসান বলেছেন: প্রিয় কবিকে নিয়ে কবিতা ! ভালবাসা নিবেন

৩| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:২০

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

৪| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৪৩

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় কবিকে নিয়ে চমৎকার একটি কবিতা। বেশ ভাল লাগলো।

৫| ২৬ শে জুন, ২০১৮ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


চুরুলিয়া কি অজয়ের তীরে?

৬| ২৬ শে জুন, ২০১৮ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় কবির প্রতি জন্মদিনের শ্রদ্ধার্ঘ হিসেবে লেখা আপনার কবিতাটি ভাল লাগলো :)

+++

৭| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.