নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ে পথের বাঁয়ে

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪



আমার গাঁয়ে পথের বাঁয়ে
-লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে পথের বাঁয়ে
ফুল ফোটে ফুলবাগে,
তরুর শাখে পাখিরা ডাকে
হৃদয়ে পুলক জাগে।

পুকুর পাড়ে বেড়ার ধারে
লাল হয়ে সূর্য ওঠে,
ফুলের বনে আপন মনে
ফুলকলি সব ফোটে।

মাটির ঘরে মাচার পরে
মাধবী মালতী লতা,
অপরাজিতা সবার মিতা
কানে কানে কয় কথা।

আমের গাছে কোকিল নাচে
ডাকে কুহু কুহু স্বরে,
মধুর তানে পাখির গানে
পরাণ পাগল করে।

আমার গাঁয়ে সবুজ ছায়ে
চিত্তে জাগে নব আশা,
নদীর তটে প্রাচীন বটে
পাখিরা বেঁধেছে বাসা।

নদীর ঘাটে সাঁতার কাটে
পাড়ার ছেলের দল,
আপন বেগে ধায় সবেগে
অজয় নদীর জল।

আমার গাঁয়ে সবুজ ছায়ে
সুখে মোরা করি বাস,
গাঁয়ের মাটি সুখের ঘাঁটি
সুখে থাকি বারো মাস।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: এখানে অজয় নদীর কথা নাই যে!!!!!??

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

লক্ষণ ভান্ডারী বলেছেন: আগামীকাল অজয়নদীর কবিতা থাকবে। কথা দিলাম।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আপ্লুত হলাম। আন্তরিক অভিনন্দন জানাই।

শুভকামনা রইল নিরন্তর। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আন্তরিক শ্রদ্ধা বিনয়ের সঙ্গে জ্ঞাপন করি আপনার প্রতি।

প্রাণভরে লিখুন, লিখতে থাকুন অবিরত। সতত ও অবিরাম।
ভালো থাকুন, সুস্থ থাকুন।

সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!! জয়গুরু!! জয়গুরু!!

২| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

রাকু হাসান বলেছেন: বাহ ! চমৎকার :-B ,সাবলীল প্রকাশ

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আপ্লুত হলাম। আন্তরিক অভিনন্দন জানাই।
শুভকামনা রইল নিরন্তর। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আন্তরিক শ্রদ্ধা বিনয়ের সঙ্গে জ্ঞাপন করি আপনার প্রতি।

প্রাণভরে লিখুন, লিখতে থাকুন অবিরত। সতত ও অবিরাম।
ভালো থাকুন, সুস্থ থাকুন।

সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!! জয়গুরু!! জয়গুরু!!

৩| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

লাবণ্য ২ বলেছেন: দারুন!

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রীত হলাম। আন্তরিক অভিনন্দন জানাই।
শুভকামনা রইল নিরন্তর। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আন্তরিক শ্রদ্ধা বিনয়ের সঙ্গে জ্ঞাপন করি আপনার প্রতি।

প্রাণভরে লিখুন, লিখতে থাকুন অবিরত। সতত ও অবিরাম।
ভালো থাকুন, সুস্থ থাকুন।

সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!! জয়গুরু!! জয়গুরু!!

৪| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

শাহিন বিন রফিক বলেছেন: ভাল লাগল আপনার গ্রামীণ কবিতা।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আপ্লুত হলাম। আন্তরিক অভিনন্দন জানাই।
শুভকামনা রইল নিরন্তর। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আন্তরিক শ্রদ্ধা বিনয়ের সঙ্গে জ্ঞাপন করি আপনার প্রতি।

প্রাণভরে লিখুন, লিখতে থাকুন অবিরত। সতত ও অবিরাম।
ভালো থাকুন, সুস্থ থাকুন।

সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!! জয়গুরু!! জয়গুরু!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.