নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয় নদীর ধারা

২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২১



অজয় নদীর ধারা
-লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোট নদী নামটি অজয়,
গাছে গাছে ডাকে পাখি সমীরণ বয়।
সকালে সোনার রবি উঠিল যখন,
নদীতটে আসে ছুটে যত যাত্রীগণ।

গাঁয়ের মাঝিরা সব নৌকা আনে ঘাটে,
সারাদিন খেয়া বায় সেথা দিন কাটে।
সাঁঝের সময় হলে আসে ফিরে ঘরে,
নৌকাখানি রাখে বেঁধে অজয়ের চরে।

অজয়ের নদী ঘাটে দিবা অবসানে,
সাঁঝের সানাই বাজে সুমধুর তানে।
বাসায় বাসায় ফেরে সব পাখিগণ,
পাখিদের কলতানে ভরে উঠে মন।

গাঁয়ে আছে ছোট নদী নামটি অজয়,
গাছে গাছে ডাকে পাখি সমীরণ বয়।

আমাদের ছোট গাঁয়ে অজয়ের চরে,
চাঁদের জোছনারাশি নদীজলে ঝরে।
রাত কাটে ভোর হয় সুপ্রভাত হয়,
আমাদের ছোট নদী নামটি অজয়।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

স্রাঞ্জি সে বলেছেন:

চলনসই কাব্য। খুব সুন্দর ভাবে গ্রামের নদী চরে চিত্র উপস্থাপন করেছেন।

ছবি গুলো কি আপনি তুলেছেন। ছবিই ভাল লাগা।

২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর। অবিরত ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর। অবিরত ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৪

আকিব হাসান জাভেদ বলেছেন: অজয় নামটা সুন্দর । নামের সাথে প্রকৃতির একটা মিলন আছে । সুন্দর ছন্দ কাব্য । ভালো লাগলো পাশে আছি । পাশে থাকবো।

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর। অবিরত ও সতত।

অজয় নদীর কাব্য পর্বে পর্বে প্রকাশিত হয়।

সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর। অবিরত ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

জয় গুরু।

৫| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

খুব ভাল লিখেছেন! শুভেচ্ছা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.