নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অবিরাম জল ঝরে

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭




অবিরাম জল ঝরে
-লক্ষ্মণ ভাণ্ডারী

অবিরাম জল ঝরে নাহিক বিরাম,
শ্রাবণে বাদল ধারা ঝরে অবিশ্রাম।
পথেঘাটে জলকাদা হয়েছে পিছল,
কালমেঘ গুরু গুরু ডাকে অবিরল।

বিজুলি হাসিছে হেরি আকাশের পারে,
ডাক ছাড়ে রাঙী গাই পুকুরের পাড়ে।
অবিরত জল ঝরে পথে জমে জল,
মাঠ হতে ঘরে ফেরে কৃষকের দল।

ওপারে বাদল নামে ঘাটে নাই মাঝি,
বন্ধ খেয়া নদীকূলে কেউ নাই আজি।
শ্রাবণ বাদল দিনে কূলে নাই কেউ,
অজয়েতে উঠে মেতে কূলভাঙা ঢেউ।

অবিরাম জল ঝরে অঝোর ধারায়,
শ্রাবণে জলধারায়, ধরা ভেসে যায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: অজয় নদীর জল?

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম।
নতুন করে লেখার অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: অতি মনোরম ।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম।
নতুন করে লেখার অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৩| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

বাকপ্রবাস বলেছেন: একটু আগে আপনার পোষ্ট করা, "প্রভাতে নদীঘাটে,'' পড়ে বাধ্য হলাম আরো পড়ার জন্য তায় এখানেও এলাম। আপনি খুবই ভাল লেখেন, তবে লেখার ধাচ পুরোনো দিনে নিয়ে যায়, আধুনিক সাধারণ পাঠকরা হয়তো এড়িয়ে যেতে পারে আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.