নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

প্রভাতে নদীঘাটে

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯



প্রভাতে নদীঘাটে
-লক্ষ্মণ ভাণ্ডারী

সকালে সোনার রবি নদীঘাটে ওঠে,
নদীকূলে দুইধারে কাশফুল ফোটে।
শরতের আকাশেতে সাদা মেঘ ভাসে,
নদীঘাটে বোঝা নিয়ে যাত্রীদল আসে।

আনমনে মাঝিভাই ভাটিয়ালি গায়,
মাল্লারা নৌকায় বসি মাদল বাজায়।
শাল পিয়ালের বনে বাঁশি সুর ভাসে,
দল বেঁধে শালিকেরা নদীচরে আসে।

ক্রমেক্রমে বেলা বাড়ে নদী কিনারায়,
বধূরা কলসি কাঁখে জল নিয়ে যায়।
কেহবা গামছা পরে দিতেছে সাঁতার,
কে পারে ওপারে যেতে সাধ্য আছে কার?

স্নান সেরে ঘরে ফেরে বধূরা যখন,
পিছে পিছে হাঁটে সব শিশুরা তখন।
বেলা যেই আসে পড়ে অজয়ের ঘাটে,
পাখিরা বাসার ফেরে সূর্য বসে পাটে।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার লেখার পাঠক কম, এতে আপনার মন খারাপ হয় না?

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

২| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

৩| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

বিজন রয় বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন:

আপনার লেখার পাঠক কম, এতে আপনার মন খারাপ হয় না?

আমি কিন্তু নিয়মিত এখানে আসি।

কেমন আছেন?

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

৪| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: আহারে কতদিন নদী দেখা হয়না :( নদী আমার অসম্ভব ভালো লাগে ।

কবিতা ভালো লেগেছে কবি ।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

৫| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

বাকপ্রবাস বলেছেন: মনে হল স্কুলের পাঠ্য বই পড়ছিলাম। খুবই ভাল লাগল।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল। ঈদমুবারক।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

৭| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকুন, পাশে রাখুন। ঈদ মোবারক!
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

৮| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫২

স্রাঞ্জি সে বলেছেন:


@প্রীশু নিবেন। ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ হলাম। পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকুন, পাশে রাখুন। ঈদ মোবারক!
জয়গুরু! জয়গুরু!জয়গুরু!

৯| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:



অজয় নদীর মাঝিরা গান গেয়ে থাকেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.