নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয়ের নদীকূলে

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬




অজয়ের নদীকূলে
-লক্ষ্মণ ভাণ্ডারী

ভোর হলো রে ভোর হয়ে এল অজয় নদীর কূলে,
ভোরের হাওয়ায় পুলক জাগে কাশবনে ফুলে ফুলে।
ফুটেছে টগর, চন্দ্রমল্লিকা, শিউলির শাখে কলি ফুটে,
ভোরের আকাশ রক্তিম হয়ে অরুণ প্রভাত সূর্য উঠে।

ভোরের পাখিরা কিচিমিচি করে বসি গাহে তরু-শাখে,
শালিকের দল উড়ে আসে হেথায় অজয় নদীর বাঁকে।
মাঝি ও মাল্লারা মাদলের তালে খেয়াঘাটে গাহে গান।
বাঁশির সুরে মাদল বাজে সবাকার প্রাণ করে আনচান।

সোনাঝরা রোদ্দুর করিছে খেলা অজয় নদীর বালুচরে,
মায়ের আগমনী গীতি বাজে সবার পরাণ পাগল করে।
শারদ প্রভাতে অজয়ের ঘাটে কাশফুলে লাগে দোলা,
যাত্রী বোঝাই মাঝি দাঁড় বায়, তরী সাদাপাল তোলা।

ঘাটে এসে যবে ভিড়িল তরণী, তরুণী-বধূ আগে নামে,
রাঙা মাটি পথে গোরুর গাড়িখানি কিনারায় এসে থামে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

এ.এস বাশার বলেছেন: কবিতা সুন্দর হয়েছে......গরু বানানটি লক্ষ করবেন....

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

লক্ষণ ভান্ডারী বলেছেন: কুমোর পাড়ার গোরুর গাড়ি
বোঝাই করা কলসি হাঁড়ি……

/.কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ দ্বিতীয় ভাগে এই বানানটি ব্যবহার করেছেন।
গরু < গোরু বানানের চলতি রূপ অভিধানে লক্ষ্য করা যায়।
মন্তব্য পাঠে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্য পাঠে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

বাকপ্রবাস বলেছেন: আপনার কবিতা মানেই প্রকৃতি, ছন্দ, সাবলিল, সুন্দর

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্য পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

আতোয়ার রহমান বাংলা বলেছেন: সুন্দর সাবলিল

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্য পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.