নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

এ গাঁয়ের মাটিতে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২




এ গাঁয়ের মাটিতে
-লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটিতে স্নেহের পরশ
ছায়াঘেরা গ্রামখানি,
এই গাঁ আমার মাটি মা আমার
এই টুকু শুধু জানি।

সবুজ তরুর শাখায় শাখায়
বিহগের কলতান,
পূবের গগনে রবির কিরণে
প্রভাত পাখির গান।

ফুল বনে বনে ফুটেছে কুসুম
অলিদল আসে ধেয়ে,
উষর মাটিতে চালায় লাঙল
চাষীগণ গান গেয়ে।

সূদূর আকাশে মেলে দুটি পাখা
উড়ে বলাকার সারি,
রাঙাপথ দিয়ে ধূলা উড়াইয়ে
ছুটে চলে গোরুগাড়ি।

সবুজ ডাঙায় সকালে বিকালে
গোরু মোষ সব চরে,
গাঁয়ের পুকুরে জেলে জাল ফেলে
রোজ এসে মাছ ধরে।

অজয়ের বাঁকে নিত্য ঝাঁকেঝাঁকে
আসে শালিকের দল,
আপন বেগেতে অজয়ের জল
বয়ে চলে কল কল।

সবুজ তরুর ছায়া দিয়ে ঘেরা
ছোট আমাদের গ্রাম,
এই গাঁ আমার জন্মভূমি মা
মোর পূণ্য পিতৃধাম

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

আকিব হাসান জাভেদ বলেছেন: গায়ের প্রকৃতি দেখে মন জগৎ শিতল হয়ে গেলো । কবিতায় কবিতায় গ্রামের পরিচয় আর প্রকৃতিতে মুগ্ধ হলাম ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

সনেট কবি বলেছেন: সুন্দর

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

ইয়াকুব আহসান বলেছেন: বাহ! কি সুন্দর লেখা । :)

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়লেই আমার গ্রামে চলে যেতে ইচ্ছা করে।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: অসাধারণ মনে হলো। হাত খুলে লিখে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.