নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় শহর কুলটি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

আমার প্রিয় শহর কুলটি
লক্ষ্মণ ভাণ্ডারী

বিস্তৃতি
কুলটি জি.টি রোডের পাশ বরাবর একদিকে আসানসোল অপরদিকে বরাকর পর্যন্ত চলে গেছে।কুলটি নিয়ামত নিউরোড থেকে শুরু হয়ে কলেজ রোড, কলেজ পাড়া, নিউরোড, শ্রীপুর রোড, থানামোড়, রাণীতলা, বিডিও পাড়া, হনুমান মন্দির হয়ে বরাকরে প্রবেশ করেছে।

রেলওয়ে স্টেশন
কুলটি জি.টি রোডের বাইপাশ বরাবর কুলটি থানা রোড ধরে সোজা পথ রেলস্টেশন পর্যন্ত চলে গেছে। কুলটি রেলওয়ে স্টেশনটি চিত্রে প্রদর্শিত হয়েছে। এটি একটি ব্যস্ততাপূর্ণ রেলওয়ে স্টেশন। হাওড়া ও নতুনদিল্লিগামী সুপার ফাস্ট রেল চলাচল করে এই রেলপথে। তাদের মধ্যে রাজধানী এক্সপ্রেস, দুর্দান্ত এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস ও পশ্চিমবঙ্গ সম্পর্ক ক্রান্তি অন্যতম। কুলটির পরবর্তী জংশন সীতারাম পুর, অন্যদিকে পূর্ববর্তী জংশন বরাকর।




মিউনিসিপ্যালিটি
কুলটি মিউনিসিপ্যালিটি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্ভূক্ত। এই মিউনিসিপ্যালিটি কয়েকটি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে সরাসরি জনগণের দ্বারা ভোটদানের ভিত্তিতে নির্বাচিত হয়ে কাউন্সিলার নিয়োগ করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠান
কুলটিতে বহু বৈতনিক কিডস্ প্লে স্কুল, ও অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আছে। উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয় এখানে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি নামের তালিকা নিম্নে দেওয়া হলো।
1. রোজ প্লে স্কুল
2. এভারগ্রীন কিডস্ স্কুল
3. বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়
4. হিন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়
5. বিশ প্রাইমারি স্কুল
6. কুলতোড়া উর্দু হাই স্কুল
7. কুলটি বয়েজ হাই স্কুল
8. কুলটি গার্লস হাই স্কুল
9. প্রিয়দর্শিনী হাই স্কুল
10. কুলটি মহা-বিদ্যালয়

ক্রীড়াঙ্গন
কুলটিতে জহরলাল নেহেরু স্টেডিয়াম, বিধানচন্দ্র পার্ক সহ বহু সবুজ ক্রীড়া উদ্যান আছে। কুলটি ক্লাব রোডের মাঠ তাদের মধ্য অন্যতম। কুলটি ক্লাব অভ্যন্তরে সুইমিং -এর ব্যবস্থা আছে। কুলটি সন্নিহিত এলাকার ক্রীড়াপ্রেমীরা এই সব ক্রীড়াঙ্গনে উন্নতমানের ক্রীড়া উপভোগ করেন।

মেলা প্রাঙ্গন
কুলটিতে শারদীয়া দুর্গাপূজো উপলক্ষ্যে ইস্কো দখলীকৃত ময়দানে মেলা বসে। দশ বারো দিন ধরে মেলা চলে। এলাকাবাসীর সারা বছরের মধ্যে এই পূজার মরশুমে ভালো পয়সার আমদানি হয়। দোকান বাজার, মেলা প্রদর্শনী, সার্কাসের খেলা, পুতুল নাচের খেলা, ম্যাজিক শো ইত্যাদির মাধ্যমে বহু পয়সা উপার্জন হয়। এবং কুলটিবাসীদের মনোরঞ্জন হয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম।
কবিতার বদলে বৃতান্তমূলক লেখা প্রথম লিখতে শুরু করলাম।
আগামী কাল আমার লেখা "আমার প্রিয় শহর রাণীগঞ্জ "
প্রকাশিত হবে। (সাথে থাকবে বহু ছবি)
সাথে থাকুন, পাশে রাখুন ।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সনেট কবি বলেছেন: ভাল

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম।
কবিতার বদলে বৃতান্তমূলক লেখা প্রথম লিখতে শুরু করলাম।
আগামী কাল আমার লেখা "আমার প্রিয় শহর রাণীগঞ্জ "
প্রকাশিত হবে। (সাথে থাকবে বহু ছবি)
সাথে থাকুন, পাশে রাখুন ।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: লক্ষণ ভান্ডারী ,



ছবির মতো কুলটি রেলষ্টেশনটির মতোই নিশ্চয়ই আপনার প্রিয় শহর "কুলটি " ?
বরাকরে কি কোনও বাঁধ আছে ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: মাইথন ড্যাম। কুলটি শহর থেকে দুরে বরাকর নদী পেরিয়ে। সুন্দর পরিবেশ।
বনভোজন করতে সকলেই সেখানে যায়।

আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম।
কবিতার বদলে বৃতান্তমূলক লেখা প্রথম লিখতে শুরু করলাম।
আগামী কাল আমার লেখা "আমার প্রিয় শহর রাণীগঞ্জ "
প্রকাশিত হবে। (সাথে থাকবে বহু ছবি)
সাথে থাকুন, পাশে রাখুন ।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: একদিন যাবো এই শহরে বেড়তে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সাদর আমন্ত্রণ রইল স্যার।
আপনি এলে খুবই ভালো লাগবে।
আমি ঘুরে ঘুরে আপনাকে আমার প্রিয় শহরগুলি দেখাবো।

আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম।
কবিতার বদলে বৃতান্তমূলক লেখা প্রথম লিখতে শুরু করলাম।
আগামী কাল আমার লেখা "আমার প্রিয় শহর রাণীগঞ্জ "
প্রকাশিত হবে। (সাথে থাকবে বহু ছবি)
সাথে থাকুন, পাশে রাখুন ।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.