নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

শিউলি ঝরানো শারদ প্রভাতে

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬



শিউলি ঝরানো শারদ প্রভাতে
পাখিদের কোলাহল,
সুনীল আকাশে সাদা মেঘেদের
আনাগোনা অবিরল।

কাশের বনে ফুল ফুটেছে
পূজো এসে গেল কাছে,
শিউলি ফুলের গন্ধ মেখে
হৃদয় আমার নাচে।

টগর বকুল জুঁই চামেলি
মাধবী মালতী লতা,
আঙিনাতে তুলসীতলায়
সুনীলা অপরাজিতা।

সাদা মেঘের আনাগোনা
সোনালি রোদ ঝরে,
গাছে গাছে পাখিরা ডাকে
পরাণ পাগল করে।

কমল কাননে মধু আহরণে
ছুটে আসে মধুকর,
মন্দির মাঝে কাঁসর বাজে
প্রফুল্ল সবার অন্তর।

শারদ আকাশে সাদামেঘ ভাসে
পূজোর আনন্দে মাতি,
মা আনন্দময়ীর শুভ আগমনে
ঢাকী ঢাকে দেয় কাঠি।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: কেমন আছেন দাদা।

অনেক ভাল কবিতা এটি।

++++

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন?
সু মন্তব্যের জন্য ধন্যবাদ।
জয়গুরু!

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু মন্তব্যের জন্য ধন্যবাদ।
জয়গুরু!

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

সায়ন্তন রফিক বলেছেন: সুন্দর!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু মন্তব্যের জন্য ধন্যবাদ।
জয়গুরু!

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা অসাধারণ সব কবিতার সহামার
আপনার ব্লগে। যতই পড়ি ততই মজা পাই !
শুভেচ্ছা নিরন্তর আপনার জন্য

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু মন্তব্যের জন্য ধন্যবাদ।
শারদীয়ার শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার হয়েছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু মন্তব্যের জন্য ধন্যবাদ।
শারদীয়ার শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!

৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

সনেট কবি বলেছেন: চমৎকার ছন্দ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সু মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
শারদীয়ার শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.