নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের কবিতা

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮





গাঁয়ের কবিতা
লক্ষ্মণ ভাণ্ডারী

পূবের আকাশ ফরসা হোল
উঠলো রাঙা রবি,
ঊষার আলো মুছিয়ে কালো
আঁকে রঙিন ছবি।

সোনালি রোদ ঘাসের পরে
মুক্তো হয়ে ঝরে,
রাখাল ছেলে বাজায় বাঁশি
চিত্ত ওঠে ভরে।


কেমন করে বাজায় বাঁশি
এ গাঁয়ের রাখাল,
সকাল হলে মাঠেতে চলে
নিয়ে গরুর পাল।


দিঘির বাঁকে মরাল থাকে
পানকৌড়িরা আসে,
নীল আকাশে মেঘেরা ভাসে
ফড়িং লাফায় ঘাসে।

ডুবলে বেলা সাঁঝের তারা
ওঠে সাঁঝ আকাশে,
জোছনা রাতে তারার সাথে,
চাঁদ খুশিতে হাসে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার কবিতা সবসময় ভালো লাগে

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আপনাকে শুভ দীপাবলীর অগ্রিম শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
আন্তরিক অভিনন্দন সহ শুভকামনা রইল।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

হাবিব বলেছেন: কবিতা ভালো লেগেছে। ++

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আপনাকে শুভ দীপাবলীর অগ্রিম শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
আন্তরিক অভিনন্দন সহ শুভকামনা রইল।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: শহরে শান্তি নাই। গ্রামেই শান্তি।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আপনাকে শুভ দীপাবলীর অগ্রিম শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
আন্তরিক অভিনন্দন সহ শুভকামনা রইল।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.