নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

শুভ ভাইফোঁটা

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

আজ শুভ ভাইফোঁটা উত্সব। এই দিনটি ভ্রাতৃদ্বিতীয়া হিসেবেও পরিচিত। এই দিনটিতে ভাইবোনের মিলনোৎসব পালিত হয় দেশের বিভিন্ন প্রান্তে। ভ্রাতৃদ্বিতীয়া ভাই-বোন উভয়েই উভয়ের মঙ্গল কামনা করে থাকে। বাঙালিদের কাছে এই দিনটি ‘ভাইফোঁটা’ হিসেবেই অধিক পরিচিত।
সামহোয়্যার ব্লগের সকল ভাই-বোনেদের জানাই শুভ ভ্রাতৃ-দ্বিতীয়ার প্রীতি আর শুভেচ্ছা। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!



শুভ ভাইফোঁটা
-লক্ষ্মণ ভাণ্ডারী

ঘরে ঘরে ভাইফোঁটা বিধিমতে হয়,
শুভদিনে ফোঁটা দিলে কাটে যমভয়।
ভ্রাতৃভালে দেয় ফোঁটা ভগিনীসকল,
বিধাতার কাছে চাহে ভ্রাতার মঙ্গল।

ধান্য দূর্বা ধূপ দীপ, সুগন্ধি চন্দন,
সুমিষ্টান্ন দ্রব্য কত করে আয়োজন।
উপহার বিনিময় ভাই-বোন মিলে,
আয়ুবৃদ্ধি হয় বোন ভাইফোঁটা দিলে।

ধান্য দূর্বা শিরে দেয় কপালে চন্দন,
ভাইবোনে ওঠে গড়ে প্রীতির বন্ধন।
ফল মূল সুমিষ্টান্ন আর গুঁয়াপান,
রীতি অনুসারে হয় করিতে প্রদান।

বর্ষেবর্ষে ভাইফোঁটা ভ্রাতৃ-দ্বিতীয়ায়,
লিখিল লক্ষ্মণ কবি, তাঁর কবিতায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: ভাইফোঁটা।
সব বোনরা তাদের ভাইয়ের মঙ্গল কামনা করে কপালে ফোঁটা দেবে।
যমের দুয়ারে পড়বে কাঁটা। শত্রুর মুখে পড়ুক ঝাঁটা।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব শুভ একটি দিন সকলের জন্য।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ছোটবেলায় এই উৎসবের কথা কত শুনতাম। এখনও শুনি। ভালো লাগে।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে এটা সব বাঙালীর জন্য নয়। এটা সনাতন ধর্মাবলম্বীদের একটা সম্প্রদায়ের একটা আচার। এটা সার্বজনীন কোন ব্যপার নয়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.