নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাংলার মাটি বাংলার জল

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

বাংলার মাটি বাংলার জল
-লক্ষ্মণ ভাণ্ডারী

বাংলার মাটি বাংলার জল
বাংলার নব আশা,
বাংলা মোদের জন্মভূমি মা
বাংলা মায়ের ভাষা।



বাংলার গাছে পাখিরা নাচে
ফুলবাগে ফুল ফোটে,
বাংলার মাঠে চাষী ধান কাটে
ধেনু চরে গোঠে গোঠে।

বাংলার ফুল বাংলার ফল
বাংলার নদীর জল,
বাংলার ভাষা বাঙালির আশা
বাংলার কোলাহল।



বাংলার বাউল একতারা হাতে
গান গায় মেঠোপথে,
বাংলার নারী পরিধানা শাড়ি
জল আনে নদী হতে।

বাংলার জলে মরালেরা ভাসে
দিঘির কালো জলে,
মোদের সোনার বাংলার মাঠে
সোনার ফসল ফলে।



বাংলার মাটি বিশুদ্ধ খাঁটি
সবুজের অভিযান,
বাংলার মাটি সুখের ঘাঁটি
বাংলায় গাহি গান।

বাংলার সুখে, সুখী মোরা সবে
দুঃখেতে মলিন মুখ।
বাংলার আশা বাঙালির ভাষা
গর্বে ফুলে ওঠে বুক।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নজসু বলেছেন:



নুরুন নাহার লিলিয়ান আপার পোষ্টের পর
আপনার এই কবিতা পাঠ করলাম।

আহা মন উথলে উঠলো দাদা।

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

মীর সাজ্জাদ বলেছেন: অসাধারণ হয়েছে।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম দাদা। এ যেন আমাদের প্রাণের গান।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.