নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সমাজের অবিচার

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪



সমাজের অবিচার
-লক্ষ্মণ ভাণ্ডারী

দিকে দিকে চলে কন্যা ভ্রূণহত্যা
জাগুক এবার দেশ,
জননী জঠরে কন্যা অনাদরে
জঠরেতে হয় শেষ।

পৃথিবীর আলো দেখিল না যারা
দোষ তো তাদের নয়,
বলতো তাহলে জনমের আগে
কন্যা কেন নষ্ট হয়?

লক্ষ্মীসম হয়ে এসেছিলো ভবে
তোমার আপনজন,
ঘাতকের বেশে তুমি অবশেষে
করিবে তারে নিধন?

জগতে এসেছে নতুন বারতা
কন্যা নষ্ট আর নয়,
কন্যা জন্ম দিয়ে জননী হইয়ে
করহ পূণ্য সঞ্চয়।

তুমি যে জনক সেজো না ঘাতক
দুহিতা লক্ষ্মী প্রতিমা,
তারে অবহেলে নিধন করিলে
নাহিক দুখের সীমা।

জনক জননী ভালবেসে তারে
আনো পৃথিবীর বুকে,
কন্যা রূপে তারে করিলে পালন
জীবন কাটিবে সুখে।

এসেছে এবার নব জাগরণ
জেগে ওঠো বঙ্গনারী।
বুকে তুলে নাও কন্যা সন্তানেরে
তব দু-হস্ত প্রসারী।

সূত দুহিতার সম অধিকার
দিতে হবে অধিকার,
কন্যা তবে কেন সহিবে যাতনা
সমাজের অবিচার।

জগতের কাজে নারী আসে আগে
ইতিহাসে খুঁজে পাই,
আজিকার দিনে কন্যা রত্ন বিনে
এ জীবনে সুখ নাই।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: ধন্যবাদ কবিবর। আপনার সু-মন্তব্যে মুগ্ধ ও প্রীত হলাম।
প্রিয়কবিকে আন্তরিক শ্রদ্ধা বিনয়ের সঙ্গে জ্ঞাপন করি।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

২| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪

হাবিব বলেছেন: অসাধারন লাগলো......+++ লাইক দিলাম।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: জয় গুরু।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

আরোহী আশা বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.