নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ে আছে ছায়া

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫



আমার গাঁয়ে আছে ছায়া
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছায়া স্নেহ আর মায়া
আর আছে ছোট ঘর,
গায়ের মানুষ সবাই আপন
কেহ নহে মোর পর।

গাঁয়ের রাখাল লয়ে ধেনু পাল
বাঁশের বাঁশি বাজায়,
আকাশের গায় সাদা বক ধায়
গাছে গাছে পাখি গায়।

রাঙামাটি পথে আসে দূর হতে
শ্রান্ত পথিকের দল,
মাটির সরানে এ গাঁয়ের বামে
উড়ে ধূলো অবিরল।

কাজলা দিঘির ঘোলা কালো জলে
মরাল মরালী ভাসে,
জাল কাঁধে নিয়ে সেই পথ দিয়ে
গাঁয়ের জেলেরা আসে।

অজয়ের বাঁকে আসে ঝাঁকেঝাঁকে
বন শালিকের দল,
কলসীতে ভরে নিয়ে যায় জল
গাঁয়ের বধূ সকল।

দিবসের শেষে বেলা পড়ে আসে
অন্ধকার নামে গাঁয়ে,
জোনাকিরা জ্বলে বটগাছ তলে
সুশীতল তরুছায়ে।

সাঁঝের সানাই বেজে ওঠে দূরে
দেবীর আরতি হয়,
অজয়ের চরে জোছনার রাশি
হাসি হাসি কথা কয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: আমি খুব শ্রীঘই অজয় নদী দেখতে যাবো। সারা দিন কাটাবো অজয় নদীর পাশের গ্রাম গুলোতে।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুস্বাগতম নুর ভাই।
ভালো থাকুন সকলেই।
মন্তব্যে মুগ্ধ ও অনুপ্রাণিত হলাম।
শুভ ঈদ মিলাদ-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আসার জন্য বিনম্র অনুরোধ রইল। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

আকতার আর হোসাইন বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.