নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয় নদীর মাঝি

২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

অজয় নদীর মাঝি
লক্ষ্মণ ভাণ্ডারী

ওরে ও ….. অজয় নদীর মাঝি রে……..
ও মাঝি ভাই……..

পাল তুলে দে ওরে মাঝি
ওরে ও মাঝি ভাই,
যাবো আমি ওপারেতে
সময় বয়ে যায়।



অজয় নদীর বালিচরে সোনা ঝরা রোদ হাসে
শঙ্খচিলে ডাক দিয়ে যায় নীল আকাশে ভাসে

নদীর জলে ভাসিয়ে তরী
মাঝি আপন মনে গায়।

ওরে ও ….. অজয় নদীর মাঝি রে……..
ও মাঝি ভাই……..

পাল তুলে দে ওরে মাঝি
ওরে ও মাঝি ভাই,
যাবো আমি ওপারেতে
সময় বয়ে যায়।

দিনের শেষে বেলা পড়ে অজয় নদীর ঘাটে,
সোনার আলোয় ভাসে নদী সূর্য বসে পাটে।

নদীর কূলে নাইরে কেহ
মাঝি আপন ঘরে যায়।

ওরে ও ….. অজয় নদীর মাঝি রে……..
ও মাঝি ভাই……..

পাল তুলে দে ওরে মাঝি
ওরে ও মাঝি ভাই,
যাবো আমি ওপারেতে
সময় বয়ে যায়।

জীবন মাঝে ঢেউএর খেলা জীবন নদে ভাসে তরী,
ভাসিয়ে তরী নদীর জলে পার করে ভবের কাণ্ডারী।

অজয় নদীর কবি লক্ষ্মণ ভাণ্ডারী
লিখে তার গানের কবিতায়।

ওরে ও ….. অজয় নদীর মাঝি রে……..
ও মাঝি ভাই……..

পাল তুলে দে ওরে মাঝি
ওরে ও মাঝি ভাই,
যাবো আমি ওপারেতে
সময় বয়ে যায়।

ওরে ও ….. অজয় নদীর মাঝি রে……..
ও মাঝি ভাই…….


মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

নজসু বলেছেন:


সুন্দর গান।
মন উদাস হয়।

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: আমি রেললাইনের মতো একা!
আমি ভালোবাসার ম্যাজিক জানি না
ঘুমের মধ্যেও একটা না একটা কিছু করি
হয় ঘুমাই না, না হয় ঘুমাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.