নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের পথে আলোক ঝরে

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪



গাঁয়ের পথে আলোক ঝরে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পথে আলোক ঝরে
প্রভাতে সূর্য উঠে,
তরুর শাখে পাখিরা ডাকে
বাগানে ফুল ফুটে।

প্রভাত পাখি উঠলো ডাকি
বট গাছের পাশে,
নীল গগনে পাখনা মেলে
সাদা বলাকা ভাসে।

মাটির ঘরে খাটিয়া পরে
আছে বসে তোতন,
সকাল হলে পড়তে বসে
করে না জ্বালাতন।

আঙিনা মাঝে চড়ুই নাচে
কাকেরা জোরে ডাকে,
মাটির ভাঁড়ে খেজুর গুড়ে
সুগন্ধ আসে নাকে।

চায়ের কাপে সবাই চায়ে
চুমুক দিতে চায়।
মাটিতে পড়া আখের গুড়
মাছিরা সব খায়।

রাঙা মাটির সরান দিয়ে
কৃষক চলে মাঠে,
পূব আকাশে অরুণ হাসে
অজয় নদী ঘাটে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

আব্দুল্লহ আল মামুন বলেছেন: সুন্দর।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

নজসু বলেছেন:


মনটা ভরে গেল।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.