নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয় নদীর ধারে গ্রামটি

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০



অজয় নদীর ধারে গ্রামটি আমার,
সবুজ গাছের সারি তারি চারিধার।
পূর্বদিকে উঠে রবি লোহিত বরণ,
তরুশাখে পাখি সব করয়ে কূজন।

রাঙামাটি পথ ধরি আসে গরুগাড়ি,
অজয় নদীর ঘাট, রাঙা পথ ছাড়ি।
শাল পিয়ালের বন, দেখা যায় দূরে,
মাদলের তালে বাঁশি বাজে মিঠেসুরে।

দুধারে ধানের ক্ষেত পথ গেছে বেঁকে,
জল নিয়ে বধূ ঘরে আসে নদী থেকে।
তালসুপারির সারি আছে মোর গাঁয়ে,
কাঁকন তলার মাঠ, রাঙাপথ বাঁয়ে।

গাঁয়ে আছে সুখশান্তি আছে স্নেহমায়া,
গাঁয়ে হেরি তরুশাখে সবুজের ছায়া।


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা।

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.