নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অজয় নদী ও আমার কবিতা

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৯



অজয় নদী ও আমার কবিতা
লক্ষ্মণ ভাণ্ডারী

ভোরের আলো ফুটে উঠলো গগনেতে রবি হাসে,
কুয়াশায় ভরা শীতের চাদরে হিম পড়ে কচিঘাসে।
গোরুর গাড়ি উড়িয়ে ধূলো ছুটে চলে সারি সারি,
ফুলের বনে ফুটেছে কুসুম অপরূপ শোভা তারি।

অজয়ের তীরে, স্নিগ্ধ সমীরে বক বসে নদীচরে,
কলসী কাঁখে বধূরা আসে জল নিয়ে যায় ঘরে।
সকালেবিকালে পাড়ার ছেলে ডুব দেয় নদীজলে,
নদীর বাঁকে উড়তে থাকে শালিকেরা দলে দলে।

পড়ে আসে বেলা নদী কিনারায় পশ্চিমে রবি ঢলে,
সোনালী কিরণ, ছড়ায় তপন, অজয় নদীর জলে।
বিহগেরা সব, করে কলরব, ফেরে আপন বাসায়,
গাঁয়ের মাঝি গেছে চলে ঘরে বাঁধি তরী কিনারায়।

আকাশের গায়ে চাঁদ তারা হাসে নির্জন অজয়ঘাটে,
শীতের চাদরে মুখ ঢেকে রাখি তমসা রজনী কাটে।
অজয়ের ঘাটে ভোর হয়ে আসে পাখি গায় তরুশাখে,
শাল পিয়ালের বনে শুনি ওই ভোরের পাখিরা ডাকে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

শাহিন বিন রফিক বলেছেন:



দাদা, কবিতাটি বেশ সুন্দর হয়েছে।

"কবিতার আসর" সাইটে দেখলাম প্রচুর কবিতা লিখেছেন। অনেক সুন্দর সুন্দর কবিতা দেখলাম সেখানে। এখানে সেগুলো আছে কিনা জানি না।

১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ ও আপ্লুত হলাম।
আন্তরিক শ্রদ্ধা বিনয়েয় সঙ্গে জ্ঞাপন করছি।
আমার কবি ও কবিতা সাইটে কিছু কবিতা প্রকাশ করা হয়েছে।
কবিতার আলো, কবি কল্পলতা সাইটেও কবিতা আছে।
কবিতা ক্লাব, কবিতা মুক্ত মঞ্চ, প্রজন্ম ফোরাম সাইটে আমার কবিতা পাবেন।
কবিতা ওয়ার্ডপ্রেস -এ মাই সাইট-এ ক্লিক করে কবিতার আসর ও কাব্যমেলা
ক্লিক করলে বহু কবিতা সেখানে পাবেন।

সাথে থাকুন, পাশে রাখুন।
প্রীতি ও শুভেচ্ছা জানাই। জয়গুরু!

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনি আমার কবিতার নিয়মিত পাঠক।
তাই নতুন করে কিছু বলার নেই।
কবিতা পাঠ করুন। আর অন্তত একবার হলেও
অজয় নদীর ঘাটে ভ্রমণ করুন।
মানসিক শান্তি ফিরে পাবেন।

সাথে থাকুন, পাশে রাখুন।
আন্তরিক প্রীতি ও শ্রদ্ধা জানাই।
জয়গুরু!

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

ইসিয়াক বলেছেন: অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.