নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

কান্না দিয়ে কেনা ভালবাসা

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯



কান্না দিয়ে কেনা ভালবাসা
লক্ষ্মণ ভাণ্ডারী


কান্না দিয়ে কেনা ভালবাসা জীবনের কথা বলে,
ভালবাসার দাম দিতে হয়, বিদায়ের অশ্রুজলে।
অর্থের জোরে ভালবাসাকে কেনা কি আর যায়?
ভালবাসার মনের মানুষ সে যে কত দুঃখ পায়।
কান্না দিয়ে কেনা ভালবাসা…………..

ভালবেসে কেউবা সুখী, কেউবা কাঁদে জীবন-ভর,
ভালবেসে চিনতে পারি কে আপন আর কেবা পর।
ভবের হাটে দুঃখ পেলাম, শুধু ভালবাসা পেলাম না,
ভালবাসা দিলাম শুধু, বিনিময়ে দিলো আমায় যন্ত্রণা।
কান্না দিয়ে কেনা ভালবাসা…………..


এ জীবনে কিবা পেলাম? আর কি পাব এই জীবনে?
ভালবাসা কাঁদছে যে তোর জীবননদী ঘাটে, শ্মশানে।
ভালবাসায় হয় গো আপন অচেনা দুটি অভিন্ন হৃদয়,
ভালবাসার কাঙাল আমি, কবি লক্ষ্মণ ভাণ্ডারী যে কয়।
কান্না দিয়ে কেনা ভালবাসা…………..



বাংলা কবিতার আসরের জয় হোক, বাঙালির জয় হোক, বাংলার জয় হোক।
বাংলার কবিগণের জয় হোক।

সাথে থাকুন, পাশে রাখুন। কবিতা পাঠ করুন, কবিতা লিখুন
আর চোখ রাখুন, শ্মশানে কাঁদছে ভালবাসা (প্রথম পর্ব)।
আমার এক গুচ্ছ কবিতা সমগ্র।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪

তারেক ফাহিম বলেছেন: কবিকে অনেক দিন পর দেখলাম।

কান্না দিয়ে ভালোবাসা কেনা যায় কবি?


২| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

আকিব হাসান জাভেদ বলেছেন: অশ্রু জল ভাসিয়ে দিলাম তারপরে ও সে ফিরে এলো না ।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: খুব চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.