নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সাধারণ-তন্ত্র দিবসে

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭



সাধারণ-তন্ত্র দিবসে
লক্ষ্মণ ভাণ্ডারী

সাধারণ-তন্ত্র দিবসে আজিকে গাহি মোরা স্বদেশের গান,
ঊনিশশো পঞ্চাশে আজিকার দিবসে রচিত হল সংবিধান।
ভারতে উড়িছে ত্রিবর্ণ পতাকা,
মাঝখানে অশোক চক্র আঁকা,
স্বাধীনতার রং মাখা জাতীয় পতাকা মোদের গর্বের নিশান।
………………………গাহি মোরা স্বদেশের গান।



সুজলা সুফলা ভারতের মাটিতে,
ঢেউ খেলে সবুজ ধানের খেতে
দেশবাসীর প্রাণ উঠুক মেতে
দিকে দিকে সবুজের অভিযান।
……………………………গাহি মোরা স্বদেশের গান।
আজিকার দিনে মোরা লব শপথ,
সারা দেশে চালাইব প্রগতির রথ,
দেশের সেবা হউক মোদের ব্রত,
দেশ হউক জাতির মিলন মহান।
…………………………..গাহি মোরা স্বদেশের গান।



এসো এসো ভাই সবে মিলি গাই,
হিন্দু শিখ মুসলিম মোরা ভাই ভাই,
ধর্মে ধর্মে আজি কোন তফাত নাই,
স্বদেশের তরে প্রাণ দিব বলিদান।
বিশ্বের মাঝে স্বদেশ সেরা ভারতবর্ষ মোদের দেশ মহান।
………………… গাহি মোরা স্বদেশের গান।

সাধারণ-তন্ত্র দিবসে আজিকে গাহি মোরা স্বদেশের গান,
ঊনিশশো পঞ্চাশে আজিকার দিবসে রচিত হল সংবিধান।
স্বাধীনতার রং মাখা জাতীয় পতাকা মোদের গর্বের নিশান।
…………………………গাহি মোরা স্বদেশের গান।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, দেশপ্রেমের সুন্দর প্রকাশ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত বন্ধুপ্রতীম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন,
বিশ্বের মাঝে জেনেছে সকলে ভারতবর্ষ স্বাধীন।

দেশ আজ স্বাধীন,
স্বাধীন ভারতে উড়ছে
অশোকলাঞ্ছিত ত্রিবর্ণ পতাকা।

স্বাধীন ভারতে আজ এসেছে দেশ গড়ার সময়।
মাভৈঃ! মাভৈঃ! নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভান্ডারী ভাই, চমৎকার দেশপ্রেম ফুটে উঠেছে আপনার কবতিায়।
ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস আজঃ সকল বন্ধুপ্রতিম ভারতীয়দের জন্য আন্তরিক শুভেচ্ছা

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত বন্ধুপ্রতীম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন,
বিশ্বের মাঝে জেনেছে সকলে ভারতবর্ষ স্বাধীন।

দেশ আজ স্বাধীন,
স্বাধীন ভারতে উড়ছে
অশোকলাঞ্ছিত ত্রিবর্ণ পতাকা।

স্বাধীন ভারতে আজ এসেছে দেশ গড়ার সময়।
মাভৈঃ! মাভৈঃ! নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

আখ্যাত বলেছেন:
জয় বাংলা, জয় বাংলা
পূর্ববাংলার পক্ষ থেকে
লাল গোলাপ শুভেচ্ছা

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত বন্ধুপ্রতীম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন,
বিশ্বের মাঝে জেনেছে সকলে ভারতবর্ষ স্বাধীন।

দেশ আজ স্বাধীন,
স্বাধীন ভারতে উড়ছে
অশোকলাঞ্ছিত ত্রিবর্ণ পতাকা।

স্বাধীন ভারতে আজ এসেছে দেশ গড়ার সময়।
মাভৈঃ! মাভৈঃ! নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

জগতারন বলেছেন:
পরাধিন দেশের নাগরিক পরাধিন দেশের কথা বলে।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

লক্ষণ ভান্ডারী বলেছেন: পরাধিন নয় পরাধীন হবে।
সঠিক বানান শিখুন।
যত দিন পর্যন্ত না বানান ঠিক করে লিখবেন।
ততদিন কিন্তু জাতির কাছে, সমগ্র দেশবাসীর কাছে
পরাধীন থাকবেন। বিরূপ মন্তব্য পোষণকারীকে
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

লক্ষণ ভান্ডারী বলেছেন: লেখক বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত বন্ধুপ্রতীম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন,
বিশ্বের মাঝে জেনেছে সকলে ভারতবর্ষ স্বাধীন।

দেশ আজ স্বাধীন,
স্বাধীন ভারতে উড়ছে
অশোকলাঞ্ছিত ত্রিবর্ণ পতাকা।

স্বাধীন ভারতে আজ এসেছে দেশ গড়ার সময়।
মাভৈঃ! মাভৈঃ! নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.