নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষার পড়া

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬




পরীক্ষার পড়া
লক্ষ্মণ ভাণ্ডারী


মাগো আমার পরীক্ষার পড়া
বল কবে শেষ হবে?
পাড়ার সকল ছেলের সাথে
খেলতে যাব মা কবে?

ঐ দেখো মা পূবের আকাশে
উঠেছে সোনার রবি,
ফুলের বনে ফুলকলি ফোটে
দেখি যে সুন্দর ছবি।



সবুজ গাছে পাখিরা নাচে
সারাদিন করে খেলা,
পশ্চিমে রবি পড়েছে ঢলে
পড়ে আসে যবে বেলা।

সকালে বিকালে পড়েছি মেলা
বন্ধ করে মাগো খেলা,
সারাদিন শুধু পড়া আর পড়া
পড়ছি সাঁঝের বেলা।



সাঁঝের আকাশে উঠল তারারা
চাঁদ হাসে জোছনায়,
পড়াশোনায় মন বসে না যখন
বাজে সাঁঝের সানাই।

চোখে আসে ঘুম রাত্রি নিঝুম
তবুও পড়তে থাকে,
শোনে মাঝরাতে শেয়াল ডাকে
অজয় নদীর বাঁকে।



রাত জেগে পড়ে ঘুমের ঘোরে
স্বপ্ন দেখে সে রাতে,
শ্রেণীকক্ষে দেখে শিক্ষককে
আসে প্রশ্ন-পত্র হাতে।

ঘুম ভেঙে যায় মায়ের ডাকে
বুক করে দুরু দুরু।
যাবে ইস্কুলে আজ থেকে তার
বার্ষিক পরীক্ষা শুরু।



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

নিশাচর-শাহীন বলেছেন: কবিতা পড়তে ভালো লাগে ,এ কবির কবিতা টা আরো বেশে ভাল লাগলো

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৮

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: দারুণ।।শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.