নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অশ্রু দিয়ে লেখা কবিতা

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫




অশ্রু দিয়ে লেখা কবিতা
লক্ষ্মণ ভাণ্ডারী

অন্ধ কানাই গান গেয়ে যায়
হাট কবিতার পাতায়।
অন্ধ জনক জননীরে হেরি
রামায়ণে কাব্যগাথায়।

অন্ধ মহারাজ ধৃতরাষ্ট্র যিনি
জননী গান্ধারীর পতি,
অন্ধ চৈতালী যাত্রাপালায়
দৃষ্টিহীনা হলেও সতী।

অন্ধ সমাজের অন্ধকারে কত
কাঁদে অভাগিনী নারী,
স্বজন-হারা স্বামী-পুত্র সংসার
কভু কি ভুলতে পারি?

না ফোটা ফুলের কলিরা যত
আঁধারেই ঝরে যায়,
রাতের আঁধারে রজনীগন্ধারা
নীরবে অশ্রু ঝরায়।

অশ্রু ঝরানো সোনালী প্রভাতে
সংবাদ পৌঁছায় দ্রুত,
আসে নিকো ফিরে কলেজ হতে
তরুণীরা কত শত।

নিরুদ্দেশ হয়েছে কত তরুণী
কেবা রাখে সে খবর,
হিসাব রাখি না ওদের কারা
দিয়েছে জীবন্ত কবর?

সবুজ মাটিতে কেন রক্তে সিক্ত
এ মাটি মায়ের আঁচল,
পারি না লিখতে ওদের কবিতা
চোখ বেয়ে আসে জল।



অশ্রু সজল কাব্য লিখে কবি
কবিগণও আজ অন্ধ,
পিস্তল ও ছুরির বাহাদুরি আজ
বাতাসে লাশের গন্ধ।

অশ্রু দিয়ে লেখা হয়েছে জানি
আমার কবিতা কত,
অশ্রু ঝরা নারী হৃদয়ের ব্যথা
জমা হয় অবিরত।

কবির লেখনী বিদ্রোহী আজিকে
শুনি আজ পেতে কাণ,
বিদ্রোহীনী নারী জেগেছে আজি
হও সবে সাবধান।

কবির লেখনী ক্লান্ত আজিকে
সময়ের কথা বলে,
এসেছে সময় বিদ্রোহ করো
এই ধরণীর তলে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৯

দেবদাস বাবু বলেছেন: আপনার কবিতা আমার খুব ভালো লাগে।
আপনার কবিতায় অনেক মধুরতা মেশানো থাকে।
আমি মুগ্ধ হয়ে শুধু পড়ি, আজই প্রথম মন্তব্য করলাম।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে আবেশিত হলাম।
মন্তব্যকারীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
কবিতা লিখুন ও কবিতা পাঠ করুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০

দেবদাস বাবু বলেছেন: মন্তব্যর রিপ্লাই দিতে হলে তীরচিহ্নতে ক্লিক করে দিন। ধন্যবাদ

৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সঠিক পথের দিশারী হে প্রিয়বরেষু তুমি!
তোমারে জানাই কৃতজ্ঞচিত্তে অভিনন্দন।
সাথে থাকুন। শুভেচ্ছা অনন্ত।
জয়গুরু!

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.