নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বিরহী কবির ব্যথা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১



বিরহী কবির ব্যথা
লক্ষ্মণ ভাণ্ডারী


লেখনী আমার স্তব্ধ আজিকে
কবিতায় কথা বলে,
কবির হৃদয় সিক্ত আজিকে
বেদনার অশ্রুজলে।

জোছনাহারা আঁধার যামিনী
জোনাকীর কান্নায়,
দেখি না চাঁদ রাতের আকাশে
তারা মিটিমিটি চায়।

তন্দ্রা জড়ানো বিনিদ্র রজনী
অসহ্য ব্যথায় জাগে,
বিরহী কবির বিদীর্ণ হৃদয়ে
দারুণ আঘাত লাগে।

নির্জন রাত্রি বিরহী কবির
ঘুম নাহি আসে চোখে,
রাত্রি আঁধার পথের বাঁকে
কুকুরের দল ভোকে।

নদীর বাঁকে শৃগালের দল
মেতে ওঠে চিত্কারে,
বাদুড়ের দল বাঁশ বাগানে
পাখা মেলে অন্ধকারে।

রাত্রি নিঝুম ঘন তমসায়
কবি হেথা একা জাগে,
পূর্বাকাশে হেরি অরুণ রবি
মেঘে মেঘে রং লাগে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: অজয় নদীর পাড়ের কবি।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

তারেক ফাহিম বলেছেন: প্রিয় কবির এবারের বই মেলায় কোন আকর্ষন আছে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.