নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

চকোলেট দিবস (হ্যাপি চকোলেট ডে)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭

ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিবস
চকোলেট দিবস (হ্যাপি চকোলেট ডে)
৯ ফেব্রুয়ারি : ২০১৯



আজ ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিবস পবিত্রতম চকোলেট দিবস।(হ্যাপি চকোলেট ডে) দেশে দেশে এই উত্সবের দিনটি পালিত হয় সারা ভুবনজুড়ে।

একগুচ্ছ গোলাপের সাথে ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিনটি ইউরোপ আমেরিকায় উদযাপিত হয় এক বাক্স চকোলেট নিয়ে। সেই প্রাচীনকাল থেকে চকোলেট উপহারের মাধ্যমে পছন্দের মানুষটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে বার্তাটি।



প্রাচীনকাল হতে চকোলেটকে আধ্যাত্মিক প্রজ্ঞার বিষয় হিসেবে বিয়ের উত্সবে ব্যবহার করা হতো। চকোলেটকে এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে, যা উদ্দীপক, দুশ্চিন্তা নিরোধকের কাজ করে। কাছের মানুষটির দুশ্চিন্তা নিরোধের জন্য আপনিও এক বাক্স চকলেট উপহার দিতে পারেন।

বাংলা কবিতা আসরের সকল কবিগণকে জানাই পবিত্রতম হ্যাপি চকোলেট ডে (চকোলেট দিবস)-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন। বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক। সাথে থাকুন, পাশে রাখুন। সকলের পাশে দাঁড়ান। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!





চকোলেট দিবস (হ্যাপি চকোলেট ডে)
লক্ষ্মণ ভাণ্ডারী

চকোলেট দিবসেতে চকোলেট চাই,
চকোলেট দিয়ে আজি শুভেচ্ছা জানাই।
জানে ভালো সকলেই আজিকার দিনে,
প্রিয়জনে দিতে হয়, চকোলেট কিনে।

চকোলেট বাক্স সাথে দামী উপহার,
গোলাপী গোলাপগুচ্ছ রেখো দুইচার।
মনে রেখো আজিকে গোলাপ দিবস,
চকোলেট দিলে আজি প্রিয়া হয় বশ।

ভালবেসে চকোলেট দাও প্রিয়জনে,
চকোলেট দিবসের পূণ্য শুভক্ষণে।
গোলাপের গুচ্ছ এক ধরি একহাতে,
ভালবাসা বিনিময় করো প্রিয়া সাথে।

চকোলেট ডে আজিকে করহ পালন,
কাব্য লিখিলেন কবি ভাণ্ডারী লক্ষ্মণ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

রোকনুজ্জামান খান বলেছেন:
অনেক অনেক শুভ কামনা এবং উপহার।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

শায়মা বলেছেন: পোস্ট দেখে অনেক কথা এলোমেলো মনে হলো ....

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১

বার্ণিক বলেছেন: ব্লাড সুগার থাকলে একটার বেশি না দেওয়াই ভাল।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: চকলেট খেতে ভালোই লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.